Kerala: ফের মার্কিন মুলুকে চিকিৎসা করতে যাচ্ছেন বিজয়ন, কী হয়েছে তাঁর?

চারবছর আগে যে ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী এবারও যাচ্ছেন সেখানেই।

ফের বিদেশে চিকিৎসা করাতে যাচ্ছেন কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। রাজ্যের সিলভার লাইন (Silver Line) প্রকল্প নিয়ে সরব বিরোধীরা। এমনকী, সিপিআইএমের (Cpim) অন্দরেও এ নিয়ে বিরোধ রয়েছে। এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি আমেরিকায় চিকিৎসা করাতে যাচ্ছেন বিজয়ন। থাকবেন 29 জানুয়ারি পর্যন্ত। ব্যক্তিগত সচিব ছাড়াও সঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

আরও পড়ুন: ‘খেলা হবে’ – এক নিঃশব্দ বিপ্লব

এর আগে ২০১৮-তে রচেস্টারের মেয়ো ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়েছিলেন বিজয়ন। এবারও যাচ্ছেন সেখানেই। কিন্তু কী হয়েছে তাঁর? কীসের চিকিৎসা করাতে যাচ্ছেন তিনি? এ বিষয়ে অবশ্য কিছুই জানাননি বিজয়ন বা কেরল সরকার। আগেরবার যখন তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন তার ব্যায়ভার বহন করেছিল রাজ্য সরকার। এবার অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কে কাজ পরিচালনা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে আগেরবার মার্কিন মুলুক থেকেই ফাইলে সই করে পাঠিয়ে ছিলেন বিজয়ন।

Previous article‘খেলা হবে’ – এক নিঃশব্দ বিপ্লব
Next articleসোশ্যাল মিডিয়ায় বিজেপি আইটি সেলের নয়া হাতিয়ার ‘Tek Fog’, পর্দা ফাঁস!