Arambag Elephant: মাঠপাড়ায় দলছুট দাঁতালের তাণ্ডবে আতঙ্কিত আরামবাগবাসী

ঘুমপাড়ানি গুলি ছোড়ে দাঁতালকে বাগে এনে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে

আরামবাগের মলয়পুর মাঠপাড়া এলাকায় একটি দলছুট দাঁতালের তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে, ওই দলছুট দাঁতাল হাতিটি (Elephant) দেখতে পান স্থানীয়রা। বনদফতরে খবর দেওয়া হয়।

আরামবাগ (Arambag) রেঞ্জের কর্মীরা রাত থেকেই হাতিটিকে নজরদারি শুরু করেন। শুক্রবার, সকালে দাঁতাল হাতি মাঠপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় মাঠের ফসল নষ্ট করে দেয়। আতঙ্কিত হয়ে পড়েন চাষীরা। বিষ্ণুপুর থেকে হুল্লা পার্টি আনা হচ্ছে। দাঁতালটিকে ঘুমপাড়ানো গুলি দিয়ে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Hair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কাটা! জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা, ক্ষমাপ্রার্থী হেয়ারস্টাইলিস্ট

Previous articleHair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কাটা! জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা, ক্ষমাপ্রার্থী হেয়ারস্টাইলিস্ট
Next articleLockdown: সপ্তাহে তিনদিন কার্যত লকডাউন! দক্ষিণ দমদম পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন