Tuesday, May 20, 2025

সুন্দরবনের পর এবার হলদিবাড়িতে বাঘের গর্জন, মিলল দক্ষিণরায়ের পায়ের ছাপ

Date:

সুন্দরবনের কুলতলী, গোসাবার পর এবার বাঘের আতঙ্ক হলদিবাড়িতে(Haldibari)। শনিবার রাতে তিস্তা নদীর(Tista River) চরে শোনা গেল বাঘের গর্জন। নদীর চরে এ দিন সকালেও দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। হঠাৎ এভাবে বাঘের(Tiger) আবির্ভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই বাঘের হদিশ পেতে ওই এলাকায় ট্যাপ ক্যামেরা লাগিয়েছে বনদপ্তর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাতে রাতে একটি কুকুরের আর্তনাদ শোনা গিয়েছিল। এরপর সকলকে চমকে দিয়ে এলাকায় বাঘের গর্জন শোনেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বনদপ্তরে। ইতিমধ্যেই বাঘের হদিশ পেতে ওই এলাকায় ক্যামেরা লাগানো হয়েছে। মিলেছে একাধিক বাঘের পায়ের ছাপ ও বড় বড় আঁচরের দাগ। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে।

আরও পড়ুন:করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

উল্লেখ্য, গত রবিবারও এখানকার বাসিন্দারা একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান। কিন্তু সে তখনও লোকালয়ে আসেনি। বেলতলী তিস্তা নদীর চড়ে আলু ক্ষেত থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ দেখতে পান বলে দাবি করেন ওই এলাকায় বাসিন্দারা। তখনও খবর দেওয়া হয়েছিল বন দফতরে। এবার তা সরাসরি লোকালয়ে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version