Chief Minister: রাজনৈতিক সৌজন্যের নজির মুখ্যমন্ত্রীর: ফোন কোভিড আক্রান্ত সুকান্ত মজুমদারকে

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত তিনি।

ফের একবার বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কোভিড (Covid) আক্রান্ত বিজেপির (Bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন (Sukanta Majumdar) করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মমতা। শুধু ফোন নয়, দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ফল-মিষ্টিও পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত সুকান্ত।

গত কয়েকদিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি সুকান্ত মজুমদার। তিনি কল্পনাও করেননি, যাঁকে দুবেলা সমালোচনায় বিদ্ধ করেন সেই মুখ্যমন্ত্রী এভাবে তাঁর কুশল সংবাদ নেবেন। সোমবার, ফোনে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে প্রায় আড়াই থেকে তিন মিনিট কথা বলেন মমতা। জানতে চান, তাঁর শরীর কেমন আছে? সুকান্ত জানান, এই মুহূর্তে জ্বর নেই, তবে হাল্কা সর্দি-কাশি রয়েছে। তাঁকে শরীরের যত্ন নিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, দ্বিধা না করে কোনও দরকার হলে তৎক্ষণাৎ তাঁকে জানাতে। বিজেপি রাজ্য সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেন মমতা। মুখ্যমন্ত্রীর এহেন সৌজন্যে আপ্লুত সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:দলের কেউ খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রীর ফল-মিষ্টি পেয়ে আপ্লুত বিজেপি নেতা

Previous articleAbhishek Banerjee: অভিষেক মডেল: ডায়মন্ড হারবারে কোভিড কন্ট্রোল রুম
Next articleমোদির নিরাপত্তায় গলদ: কেন্দ্র-রাজ্যের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম বিচারপতির নেতৃত্বে হবে তদন্ত