ত্রিপুরায় শহিদ মুজিবর ইসলামের স্মৃতিতে স্মরণ সভা করল তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

বিজেপির(BJP) নৃশংস হামলায় শহিদ তৃণমূল(TMC) নেতা মুজিবর ইসলাম মজুমদারের(Mujibur Islam Majumdar) স্মরণ সভা করল ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। সোমবার আগরতলা এই স্মরণসভা অনুষ্ঠানের মুজিবরকে শ্রদ্ধা জানান সুবল ভৌমিক সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা। মাল্যদান করা হয় তাঁর প্রতিকৃতিতে। এই স্মরণ সভায় উপস্থিত অনেকেই মুজিবরের স্মৃতি চারণ করেন।

এই সব সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhowmik) বলেন, “সরকার তার দায়িত্ব পালন না করে একটা মৃত্যুকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামপন্থীরাই রাজ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সন্ত্রাস হিংসা অরাজকতা। বিজেপির আমলে আজও যা লাগামছাড়া ভাবে চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক হিংসা, ভেদাভেদের জেরে গত চার বছরে মানুষের মধ্যে সম্প্রীতি-হৃদ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আজ আমাদের স্মরণ সভা করতে হচ্ছে। আমরা চাই না আর কোন ভাই তার ভাইকে হারাক, আর কোন মায়ের কোল খালি হোক, আমরা চাই নতুনভাবে শান্তির বার্তা বয়ে আনতে। মুজিবর ইসলামের রক্ত ব্যর্থ হবে না।”

আরও পড়ুন:মোদির নিরাপত্তায় গলদ: কেন্দ্র-রাজ্যের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম বিচারপতির নেতৃত্বে হবে তদন্ত

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ আগষ্ট বিজেপির গুন্ডাদের কুৎসিত আক্রমণে গুরুতর আহত হন মুজিবর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই চিকিৎসা চলছিল তাঁর। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মুজিবরকে বাঁচাতে বাঁচানো যায়নি। দুদিন আগে ত্রিপুরার সোনামুড়ায় তাঁর পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। মুজিবরের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মোমবাতি মিছিলও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এদিন স্মরণসভা করে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদারকে স্মরণ করলেন সকলে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...