Wednesday, May 7, 2025

ত্রিপুরায় শহিদ মুজিবর ইসলামের স্মৃতিতে স্মরণ সভা করল তৃণমূল নেতৃত্ব

Date:

বিজেপির(BJP) নৃশংস হামলায় শহিদ তৃণমূল(TMC) নেতা মুজিবর ইসলাম মজুমদারের(Mujibur Islam Majumdar) স্মরণ সভা করল ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব। সোমবার আগরতলা এই স্মরণসভা অনুষ্ঠানের মুজিবরকে শ্রদ্ধা জানান সুবল ভৌমিক সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী- সমর্থকরা। মাল্যদান করা হয় তাঁর প্রতিকৃতিতে। এই স্মরণ সভায় উপস্থিত অনেকেই মুজিবরের স্মৃতি চারণ করেন।

এই সব সময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhowmik) বলেন, “সরকার তার দায়িত্ব পালন না করে একটা মৃত্যুকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বামপন্থীরাই রাজ্যে আসার পর থেকেই শুরু হয়েছে সন্ত্রাস হিংসা অরাজকতা। বিজেপির আমলে আজও যা লাগামছাড়া ভাবে চলছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনৈতিক হিংসা, ভেদাভেদের জেরে গত চার বছরে মানুষের মধ্যে সম্প্রীতি-হৃদ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আর এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আজ আমাদের স্মরণ সভা করতে হচ্ছে। আমরা চাই না আর কোন ভাই তার ভাইকে হারাক, আর কোন মায়ের কোল খালি হোক, আমরা চাই নতুনভাবে শান্তির বার্তা বয়ে আনতে। মুজিবর ইসলামের রক্ত ব্যর্থ হবে না।”

আরও পড়ুন:মোদির নিরাপত্তায় গলদ: কেন্দ্র-রাজ্যের তদন্তে স্থগিতাদেশ, সুপ্রিম বিচারপতির নেতৃত্বে হবে তদন্ত

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ আগষ্ট বিজেপির গুন্ডাদের কুৎসিত আক্রমণে গুরুতর আহত হন মুজিবর। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে তাঁকে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেই চিকিৎসা চলছিল তাঁর। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মুজিবরকে বাঁচাতে বাঁচানো যায়নি। দুদিন আগে ত্রিপুরার সোনামুড়ায় তাঁর পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। মুজিবরের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মোমবাতি মিছিলও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এদিন স্মরণসভা করে প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদারকে স্মরণ করলেন সকলে।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version