Thursday, August 28, 2025

Sc EastBengal: মুম্বই ম‍্যাচের ধারাবাহিকতা জামশেদপুর ম‍্যাচে ধরে রাখার ইঙ্গিত লাল-হলুদ ব্রিগেডের

Date:

মঙ্গলবার আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল( SC EastBengal)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে (Mumbai city fc) আটকে দুরন্ত ফুটবল উপহার দেয় লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার জামশেদপুর এফসির বিরুদ্ধেও সেই খেলায় ধরে রাখার ইঙ্গিত দিলেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং।

মঙ্গলবার জামশেদপুরের বিরুদ্ধে বিদেশিহীন নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। ড‍্যানিয়েল চিমা পাড়ি দিয়েছেন দেশে। পেরোসিভিচ নির্বাসিত। বাকি বিদেশি ফুটবলারের চোট। তাই জামশেদের বিরুদ্ধে ১১ জন ভারতীয়কে নিয়েই নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। কোচ রেনেডি সিংও জানিয়ে দিলেন, এ ছাড়া তাঁর কাছে আর কোন উপায় নেই।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” দলের অনেকেই চোট পেয়েছে। আমার সামনে এ ছাড়া কোনও রাস্তা নেই। তবে যারাই খেলুক, আমি আত্মবিশ্বাসী, সবাই নিজেদের সেরাটা দেবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকমতো করতে পারি, তা হলে জামশেদপুর ভাল দল হওয়া সত্ত্বেও সমস্যায় পড়তে পারে। ওদের কাজটা কঠিন করে তুলতে হবে এই খেলোয়াড়দেরই। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে ওদের।”

শেষ দুই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স লাল-হলুদের। জামশেদপুরের বিরুদ্ধে কি একই মানসিকতা দেখা যাবে? এই নিয়ে রেনেডি বলেন,”এটা ঠিকই যে গত দু’টি ম্যাচে আমাদের ডিফেন্স যথেষ্ট গোছানো ফুটবল খেলেছে। বেঙ্গালুরুও লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক দল, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু এই ম্যাচেও আগে আমাদের রক্ষণ শক্তপোক্ত রেখে আক্রমণে উঠতে হবে। ফুটবল যেমন একসঙ্গে আক্রমণে ওঠা, তেমনই একসঙ্গে ডিফেন্সও করা। জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওদের কয়েকজন ভাল খেলোয়াড় আছে। যেমন গ্রেগ স্টুয়ার্ট, ডিফেন্ডার পিটার হার্টলে। ভারতীয় খেলোয়াড় লেনও যথেষ্ট ভাল। তবে আমাদের নিজেদের খেলায় মন দিতে হবে। আমরা আশাবাদী দল খুব ভালো পারফরম্যান্স করবে।”

আরও পড়ুন:Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version