Abhishek Banerjee: কোভিডের বিরুদ্ধে যুদ্ধ, কাল ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক

তৃণমূল সাংসদের নির্দেশেই কোভিড সংক্রমণ রোধে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কাজ কীরকম চলছে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের সংসদীয় এলাকার কোভিড (Covid) পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। যাবেন মহেশতলাতেও (Mahesh)। প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন তৃণমূল সাংসদ।

একনজরে অভিষেকের কর্মসূচি:

• ডায়মন্ডহারবার ও মহেশতলার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি।

• বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করবেন অভিষেক

• বৈঠক করবেন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে

• তাঁর নির্দেশ মতো কতটা কাজ এগিয়েছে তা খতিয়ে দেখবেন তৃণমূল সাংসদ।

প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে কীভাবে কাজ চলছে সেটা দেখার জন্য বেশ কয়েকটি কন্ট্রোলরুম ঘুরে দেখবেন তিনি। যাবেন কোয়ারেন্টাইন সেন্টারেও। মঙ্গলবারের মধ্যেই ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট কমে গিয়েছে 6%। ডায়মন্ড হারবারই এখন কোভিড নিয়ন্ত্রণে মডেল।

 

 

 

 

Previous articleতরুণরাই দেশে পরিবর্তন আনবেন: স্বামীজির জন্মদিনে জাতীয় যুব উৎসবের সূচনা মোদির
Next articleChiefMinister: স্বামীজিকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর