Viral: ‘১১৭৬ হরেকৃষ্ণ’ ,মানে কী? কেনই বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল?

১১৭৬ হরেকৃষ্ণ, পোস্টজুড়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটাগরিকদের একাংশের দাবি, ১১৭৬ হরেকৃষ্ণ লিখে পোস্ট করলেই মনের ইচ্ছাপূরণ হবে। অনেকের মত এতে নাকি খুব অল্পসময়েই সুসংবাদ আসবে। অনেকে আবার না বুঝেই নিজেদের প্রোফাইলে পোস্ট করছেন এই লাইন ৷ গত কয়েকদিন ধরেই এই পোস্টজুড়ে শুরু হয়েছে চর্চা। পোস্টটি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। প্রশ্ন হল কী এই মন্ত্র ?যদিও বিষয়টি অনেকের কাছেই হাসির খোরাক হয়ে উঠেছে।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টি, কমবে তাপমাত্রা

গত কয়েকদিন ধরে ১০ জনের মধ্যে ৬ জনের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে ‘১১৭৬ হরেকৃষ্ণ’ লেখা। তাদের মতে এতে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হবে। তবে এনিয়ে অনেকেরই মত ভিন্ন । কিছু মানুষ বিষয়টিকে নিয়ে নিতান্তই হাসিঠাট্টা শুরু করেছে। অনেকে মজা করে অনেক মন্তব্যই করছেন ৷ অনেকে আবার সিরিয়াসও ৷


বিষয়টিকে নিয়ে যারা বেশ সিরিয়াস তাদের সঙ্গে জোড় টক্কর চলছে সোশ্যাল মিডিয়াতেই। তাদের মত, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’। সেই নিয়ে জব্বর পোস্টও করেছেন তাঁরা।
তবে বিষয়টি নিয়ে জল এতটাই গড়িয়েছে যে শুধু হাসির খোরাকেই থেমে নেই। এই নিয়ে শুরু হয়েছে মিমও। নেটাগরিকদের কেউ কেউ বিষয়টিকে নিয়ে বানিয়েছেন মিমও।


তবে, এই নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকেই ৷ এটি আদতেই একটি এঞ্জেল নম্বর বলে দাবি করেছেন প্রচুর সংখ্যায় মানুষ ৷ ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এঞ্জেল নম্বর হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে জীবনে কিছু ভালো হবে বলেই মনে করা হয়। এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই ধারনা অধিকাংশ মানুষের।

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleস্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য