Ab de Villiers: কেন সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবিডি? জানালেন নিজেই

আইপিএল ( ipl) ক্রমশ জটিল হয়ে দাঁড়াচ্ছিল, তাই সরে দাঁড়ালাম। বুধবার এক অনুষ্ঠানে এমনটাই জানালেন এবি ডি’ভিলিয়র্স ( Ab de Villiers)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেশ কিছুদিন আগেই। তবে আরও বছর দুয়েক আইপিএল খেলতে পারতেন বলে মনে করছিল ক্রিকেট বিশ্ব। ঠিক এই সময় সবাইকে অবাক করে দিয়ে, সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ান এবিডি। সেই সময় অবসর নিয়ে কোন মন্তব্য না করলেও, বুধবার তাঁর অবসরের কারণ জানালেন এবিডি।

এদিন এক অনুষ্ঠানে এবিডি বলেন,” ক্রিকেট আমার কাছে সর্বদা উপভোগের বিষয়। তবে মুহূর্তে জন্য আমার মনে হয়েছে যে, আইপিএলে বছরের আড়াই-তিন মাস কাটানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে এবার দু’টি আলাদা অর্ধে টুর্নামেন্ট ভাগ হয়ে যাওয়া, বায়ো-বাবল প্রভৃতি বিষয়গুলো ক্রমশ জটিল হয়ে উঠেছিল। সুতরাং, ক্রিকেট উপভোগ করার বিষয়টায় প্রভাব পড়ছিল।নিজেকে এমন জায়গায় খুঁজে পাই, যেখানে রান করা ও দলের জন্য ভালো কিছু করে দেখানোর বিষয়টা আগের মতো মানানসই ছিল না। এটাই আমাকে গ্লাভসজোড়া তুলে রাখার দিকে টেনে নিয়ে যায়। আমি সবসময় উপভোগ করার জন্য ক্রিকেট খেলেছি। যে মুহূর্তে মনে হয়েছে গ্রাফটা নীচের দিকে নামতে শুরু করেছে, বুঝে যাই সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

আরও পড়ুন:Novak Djokovic: বিস্ফোরক জোকোভিচ, করোনা নিয়েই মাস্ক ছাড়া ছবি তোলেন জোকার