বিজেপি বিধায়কের স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত, ফল পৌঁছলেন তৃণমূল নেতা

রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে করোনা। প্রতি মুহুর্তে বেড়ে চলেছে সংক্রমণের গ্রাফ। করোনা না দেখছে কোন জাতপাত, না দেখছে কোন রাজনৈতিক রঙ। আর এভাবেই রংয়ের বিচার করছেন না মুখ্যমন্ত্রীও।

আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (BJP MLA Suman Kanjilal)। স্ত্রী ও কন্যাকে নিয়ে কলকাতা (Kolkata) গিয়েছিলেন তিনি। ফিরেছেন মঙ্গলবার। এরপরই জানা যায়, বিধায়কের স্ত্রী ও ১২ বছরের কন্যা করোনা আক্রান্ত।

আরও পড়ুন- রেল দুর্ঘটনায় দুঃখ প্রকাশ অভিষেকের, সর্বশক্তি দিয়ে উদ্ধারকার্যে ‘যুবশক্তি’র সদস্যরা

বৃহস্পতিবার সকালে বিধায়কের বাড়ি যান আলিপুরদুয়ার পুরসভার চেয়ারপার্সন বাবলু কর, ভাইস চেয়ারপার্সন রানা চক্রবর্তী ও পুরপ্রশাসক বোর্ডের সদস্য প্রদ্যুৎ আচার্য। সঙ্গে নিয়ে যান ডিম, কলা, কমলালেবু, ২ কেজি চাল, ঘি-সহ অন্যান্য প্রোটিন জাতীয় খাবার।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, তৃণমূল নেতা (TMC Leader) এসেছিলেন, আমরা ছোট থেকে একই পাড়ায় বড় হয়েছি। তবে পুরসভার এই উদ্যোগের কোনও তুলনা নেই। তৃণমূল পরিচালিত পুরসভার প্রশাসক বলেন, এখানে রাজনীতির আগে মানুষ। পুরপ্রশাসক হিসাবে আমার দায়িত্ব কোনও নাগরিকের বিপদে পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বিপদের সময় রাজনীতির রঙ দেখছি না।

Previous articleএবার নির্ভয়া কাণ্ডের ছায়া রাজস্থানে, হাসপাতালে সঙ্কটজনক নাবালিকা
Next article“শুভেন্দু নেংটি ইঁদুর, ওর কোনও দাম নেই”, বিদ্রুপ অনুব্রত মণ্ডলের