Thursday, August 28, 2025

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ভারত তথা গোটা বিশ্বজুড়ে। ভারতে প্রতিদিন রেকর্ড ভেঙ্গে যাচ্ছে সংক্রমণের সংখ্যা। গত একদিনে ভারত জুড়ে আক্রান্ত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। ঠিক এইরকম সময়ে বিপদের কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসেস। টেড্রোস টিকাবিহীনদের সতর্ক করে বলেন “ওমিক্রন ভ্যারিয়েন্ট একটি বিপজ্জনক ভাইরাস বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা এখনও টিকা নেয়নি, তাদের জন্য।“

টেড্রোস আরও বলেন, যদিও ওমিক্রন ডেল্টার মত জটিল পরিস্থিতির সৃষ্টি করছে না কিন্তু তাও এটি একটি ‘বিপজ্জনক’ ভাইরাস-ই রয়ে গিয়েছে। বিশেষ করে যারা এখনও টিকা নেননি তাদের জন্য। কারণ, প্রতিটি দেশেই এই ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে জায়গা করে নিচ্ছে এবং অতিদ্রুত সংক্রমিত করছে নাগরিকদের।

আরও পড়ুন- Lata Mangeshkar:শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউতেই কিংবদন্তী সংগীতশিল্পী

WHO প্রধান আফ্রিকার কোভিডের টিকা দেওয়ার হার নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “আফ্রিকাতে এখনও ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও একটি ডোজ-ও ভ্যাকসিন পাননি। যা উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা অতিমারির চরম পর্যায়টি শেষ করতে পারব না।“ তিনি আরও বলেন যে টিকার হার দ্রুত করতে আগামীদিনে COVAX-এর আরও ১ বিলিয়ন ডোজ পাঠানো হবে।

টেড্রোস জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন দেশে কোভিডের টিকা সরবরাহ সহজ হতে চলেছে। তিনি আরও বলেন,”ছলতি বছরের মাঝামাঝি প্রতিটি দেশের মত জনসংখ্যার ৭০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই পথ পৌঁছতে আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। কারণ বিশ্বের ৯০টি দেশ এখনও ৪০ শতাংশের টিকাকরণের লক্ষ্যেও পৌঁছতে পারেনি। আর সেই দেশগুলির মধ্যে ৩৬টি দেশ আবার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম লোককে টিকা দিয়েছে।“

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version