Sunday, November 16, 2025

Omicron: টিকাবিহীনদের জন্য ‘বিপজ্জনক’ ওমিক্রন, সতর্কবার্তা WHO প্রধানের

Date:

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ভারত তথা গোটা বিশ্বজুড়ে। ভারতে প্রতিদিন রেকর্ড ভেঙ্গে যাচ্ছে সংক্রমণের সংখ্যা। গত একদিনে ভারত জুড়ে আক্রান্ত সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। ঠিক এইরকম সময়ে বিপদের কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসেস। টেড্রোস টিকাবিহীনদের সতর্ক করে বলেন “ওমিক্রন ভ্যারিয়েন্ট একটি বিপজ্জনক ভাইরাস বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা এখনও টিকা নেয়নি, তাদের জন্য।“

টেড্রোস আরও বলেন, যদিও ওমিক্রন ডেল্টার মত জটিল পরিস্থিতির সৃষ্টি করছে না কিন্তু তাও এটি একটি ‘বিপজ্জনক’ ভাইরাস-ই রয়ে গিয়েছে। বিশেষ করে যারা এখনও টিকা নেননি তাদের জন্য। কারণ, প্রতিটি দেশেই এই ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে জায়গা করে নিচ্ছে এবং অতিদ্রুত সংক্রমিত করছে নাগরিকদের।

আরও পড়ুন- Lata Mangeshkar:শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউতেই কিংবদন্তী সংগীতশিল্পী

WHO প্রধান আফ্রিকার কোভিডের টিকা দেওয়ার হার নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, “আফ্রিকাতে এখনও ৮৫ শতাংশের বেশি মানুষ এখনও একটি ডোজ-ও ভ্যাকসিন পাননি। যা উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা অতিমারির চরম পর্যায়টি শেষ করতে পারব না।“ তিনি আরও বলেন যে টিকার হার দ্রুত করতে আগামীদিনে COVAX-এর আরও ১ বিলিয়ন ডোজ পাঠানো হবে।

টেড্রোস জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন দেশে কোভিডের টিকা সরবরাহ সহজ হতে চলেছে। তিনি আরও বলেন,”ছলতি বছরের মাঝামাঝি প্রতিটি দেশের মত জনসংখ্যার ৭০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই পথ পৌঁছতে আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। কারণ বিশ্বের ৯০টি দেশ এখনও ৪০ শতাংশের টিকাকরণের লক্ষ্যেও পৌঁছতে পারেনি। আর সেই দেশগুলির মধ্যে ৩৬টি দেশ আবার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম লোককে টিকা দিয়েছে।“

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version