Friday, August 22, 2025

উত্তরপ্রদেশ নির্বাচন: বিজেপির প্রার্থী বাছাইয়ের বৈঠকে আজ উপস্থিত থাকবেন খোদ মোদি

Date:

২০২৪-এর লোকসভা নির্বাচনের(lok sabha election) আগে হাইভোল্টেজ নির্বাচন যদি ধরা যায় তবে সেটা উত্তরপ্রদেশ। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। উপহারের ঝুলি কাঁধে দফায় দফায় উত্তরপ্রদেশে সফর করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার দিল্লিতে হবে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রার্থী বাছাইয়ের বৈঠক। আর এই বৈঠকে উপস্থিত হতে চলেছেন খোদ নরেন্দ্র মোদি। বলার অপেক্ষা রাখে না বিজেপির(BJP) কাছে এই নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ। মোদির পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির নির্বাচনী কমিটির সদস্যরা।

বিজেপি সূত্রে খবর, দিল্লিতে আজ গেরুয়া শিবিরের সদর দপ্তরে হবে এই হাইভোল্টেজ বৈঠক। যেখানে ৪০৩ আসনের উত্তরপ্রদেশের আজ অন্তত ১৭৫ টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। জানা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে অযোধ্যা থেকে প্রার্থী হবেন যোগী আদিত্যনাথ। শুরুতে মুখ্যমন্ত্রীকে মথুরা থেকে প্রার্থী করার দাবি উঠেছিল। তবে শেষ পর্যন্ত অযোধ্যা থেকেই তাকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে চূড়ান্ত সীলমোহর পড়তে চলেছে আজ। তবে সব কিছুকে ছাপিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী বাছাইয়ের বৈঠকে মোদির উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ২২-এর উত্তর প্রদেশ নির্বাচন নরেন্দ্র মোদির কাছে কতখানি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন:Covid Update:উদ্বেগ বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ দু’লক্ষের গণ্ডি পার

উল্লেখ্য, উত্তর প্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০,১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারী এবং ৩ ও ৭ মার্চ৷ ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে৷

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version