Sunday, August 24, 2025

বিজেপি ভাঁওতাবাজ, শিলিগুড়িতে তৃণমূলকে সমর্থনের ঘোষণা গোর্খা জনমুক্তি মোর্চার

Date:

‘‘সারা বছর কাজের সময় খুঁজে পাওয়া যায় না। অথচ শিলিগুড়িতে (Siliguri)যেই ভোট এসেছে, বিজেপি (BJP) নেতারা হইহই করে ময়দানে নেমে পড়েছে। গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। ওরা ভুলে যাচ্ছে, দার্জিলিং (Darjeeling) জেলার মধ্যেই পাহাড়। সেখানে গত এক দশকের বেশি সময়ে ওরা কী কী মিথ্যা বলেছে। আমরা দেরিতে বুঝেছি বলে ঠকেছি। শিলিগুড়ির মানুষকে এখনই সেটা বুঝতে হবে। এবং বিজেপির থেকে দূরে থাকতে হবে। ভাঁওতাবাজদের থেকে সতর্ক থাকতে হবে।” বক্তা বিমল গুরুংয়ের (Bimal Gurung) দল গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri)।

আরও পড়ুন:পুর এলাকায় ভ্যাকসিন কর্মসূচি কমিশনের, আজ হাইকোর্টে পুরভোটের ভাগ্য নির্ধারণ

একইসঙ্গে আসন্ন শিলিগুড়ি পুরনিগমের ভোটে ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের সমর্থনের ঘোষণা করেছে মোর্চা। শিলিগুড়ির দাগাপুর এলাকায় দলীয় দফতরে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকের পর দলের রোশন গিরি পুরভোটে সমতলের গোর্খাদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে কমবেশি সব জায়গাতেই গোর্খা বা নেপালি ভাষাভাষীরা মানুষ থাকেন। বিশেষ করে মাল্লাগুড়ি, জংশন, প্রধাননগর, গুরুং বস্তি, ভানুনগর, দুই মাইল এলাকার বহু ওয়ার্ডে নেপালি ভোটারদের ব্যাপক প্রাধান্য রয়েছে। এই ভোটারদের একটি বড় অংশ সেই সুবাস ঘিসিংয়ের আমল থেকে পাহাড়ের নেতাদের কথায় যে প্রভাবিত হয়, তার প্রমাণ লোকসভা কিংবা বিধানসভা ভোটেও মিলেছে। ফলে গোর্খা জনমুক্তি মোর্চার তৃণমূলকে সমর্থন করার আনুষ্ঠানিক ঘোষণা শিলিগুড়ি পুরভোটে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version