Sunday, August 24, 2025

নিজেদের হাতে খোঁড়া গর্তে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ: জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপির অন্তঃকলহ

Date:

অন্তঃকলহে জর্জরিত রাজ্য বিজেপি(BJP)। একদিকে তথাগতর ‘কামিনী কাঞ্চন’ তোপ তো অন্যদিকে বিক্ষুব্ধদের বৈঠক। এহেন পরিস্থিতিতে এবার তৃণমূল মুখপত্র জাগোবাংলার(JagoBangla) সম্পাদকীয়তে রীতিমতো তুলধোনা করা হল বঙ্গ বিজেপিকে। পাশাপাশি রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নির্দেশে চলছেন, তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রবিবার বিজেপির অন্তঃকলহের প্রসঙ্গ তুলে তৃণমূল মুখপত্রে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বেজায় ক্ষোভ বিরুদ্ধ গোষ্ঠীর। তাদের বিরুদ্ধে পোস্টার জেলায় জেলায়।’ বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নির্দেশেই যে দলে রদবদল, তার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ‘শুভেন্দু অধিকারী পদে না থাকলেও তাঁর নির্দেশেই সুকান্ত কাজ করছেন বলে তিনিও বিদ্রোহীদের হিট লিস্টে।’ শুধু তাই নয়, ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দিলীপ ঘোষের প্রসঙ্গও। লেখা হয়েছে, তাঁর নেতৃত্বে লোকসভায় বিজেপি সাফল্য পাওয়ার পর দলের কিছু নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন, বাংলায় বিজেপি-র ক্ষমতায় আসার কথা ছিল, আসেনি দিলীপ ঘোষের কারণে। বংলার গন্ধ না জানা নেতারা এই সব কূটকচালির করা নেতাদের কথায় ভুলে ছিলেন। বিধানসভায় তার ফল পেয়েছেন। নিজেদের হাতেই নাড্ডারা বাংলায় নিজেদের গর্ত খুঁড়েছেন। সেখানে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ। ফলে তথাগতই ঠিক বলেছেন, বাংলায় বিজেপির সমাধি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version