Thursday, August 21, 2025

চালক অসুস্থ, ১০ কিমি বাস চালিয়ে সহযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলেন মহিলা যাত্রী

Date:

সম্প্রতি, মহিলা ও শিশুদের নিয়ে পুনের উপকণ্ঠ সিরুরে একটি অ্যাগ্রো-ট্যুরিজম কেন্দ্রে পিকনিকে একটি বাসটি গিয়েছিল। কিন্তু সন্ধ্যায় ফেরার পথে ঘটে ঘোর বিপত্তি। অসুস্থ বোধ করায় জঙ্গল পথে একটি নির্জন জায়গায় বাসটিকে দাঁড় করিয়ে দেন চালক। একদিকে চালকের অসুস্থতা, তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে জঙ্গলের মধ্যে মহিলা শিশুদের নিয়ে দাঁড়িয়ে বাস।

সকলের মধ্যে যখন হৃৎকম্প শুরু হয়েছে, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় বাসেরই মহিলা যাত্রী। নাম যোগিতা সাতাব। যেটা তিনি করলেন, তা আজ ইতিহাস। ওই মহিলা প্রায় ১০ কিলোমিটার বাসটিকে চালিয়ে গন্তব্যে নিয়ে যান। তার আগে যাত্রীসমেত বাস নিয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান চালককে।

আরও পড়ুন:প্রয়াত নেপালি সঙ্গীত শিল্পী কুমার সুব্বা, শোকপ্রকাশ মমতার

এই ঘটনায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন যোগিতা সাতাব। তাঁর বাস চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলাকে কুর্নিশ জানাতে ভোলেননি নেটিজেনরা। নার্ভাস না হয়ে বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর তারিফ করেছে সবাই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জানুয়ারি মহিলা ও শিশুদের নিয়ে পুনের উপকণ্ঠ সিরুরে একটি অ্যাগ্রো-ট্যুরিজম কেন্দ্রে পিকনিক করতে গিয়েছিল বাসটি। জঙ্গলের মধ্যেই বাসটিকে দাঁড় করিয়ে দেন অসুস্থ চালক। সেই বাসেই ছিলেন যোগিতা সাতাব। তিনি বলেন, ‘’আমি গাড়ি চালানো জানতাম। তাই সকলের কথা ভেবে স্টিয়ারিংয়ে বসি। মনে হয়েছিল চালককে হাসপাতালে পৌঁছে দেওয়া দরকার। তাই প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। এরপর বাস নিয়ে গন্তব্যে পৌঁছাই। প্রত্যেককে ভালভাবে বাড়ি পৌঁছেছে।”

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version