Wednesday, August 27, 2025

নিজেদের হাতে খোঁড়া গর্তে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ: জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপির অন্তঃকলহ

Date:

অন্তঃকলহে জর্জরিত রাজ্য বিজেপি(BJP)। একদিকে তথাগতর ‘কামিনী কাঞ্চন’ তোপ তো অন্যদিকে বিক্ষুব্ধদের বৈঠক। এহেন পরিস্থিতিতে এবার তৃণমূল মুখপত্র জাগোবাংলার(JagoBangla) সম্পাদকীয়তে রীতিমতো তুলধোনা করা হল বঙ্গ বিজেপিকে। পাশাপাশি রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নির্দেশে চলছেন, তাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রবিবার বিজেপির অন্তঃকলহের প্রসঙ্গ তুলে তৃণমূল মুখপত্রে লেখা হয়েছে, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বেজায় ক্ষোভ বিরুদ্ধ গোষ্ঠীর। তাদের বিরুদ্ধে পোস্টার জেলায় জেলায়।’ বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নির্দেশেই যে দলে রদবদল, তার ইঙ্গিত দিয়ে বলা হয়েছে, ‘শুভেন্দু অধিকারী পদে না থাকলেও তাঁর নির্দেশেই সুকান্ত কাজ করছেন বলে তিনিও বিদ্রোহীদের হিট লিস্টে।’ শুধু তাই নয়, ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দিলীপ ঘোষের প্রসঙ্গও। লেখা হয়েছে, তাঁর নেতৃত্বে লোকসভায় বিজেপি সাফল্য পাওয়ার পর দলের কিছু নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন, বাংলায় বিজেপি-র ক্ষমতায় আসার কথা ছিল, আসেনি দিলীপ ঘোষের কারণে। বংলার গন্ধ না জানা নেতারা এই সব কূটকচালির করা নেতাদের কথায় ভুলে ছিলেন। বিধানসভায় তার ফল পেয়েছেন। নিজেদের হাতেই নাড্ডারা বাংলায় নিজেদের গর্ত খুঁড়েছেন। সেখানে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ। ফলে তথাগতই ঠিক বলেছেন, বাংলায় বিজেপির সমাধি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version