এবার এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbengal) গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা দিলেন লেস ক্লিভলি( Les Cleevely)। এবং এর পরিবর্তে অরিন্দমদের নতুন গোলরক্ষক কোচ হলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্ত। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

The entire SC East Bengal family would like to wish @gkles all the best for his future endeavours. It was a pleasure having you as our goalkeeping coach. Thank you for everything🙏🏻! #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/3Y23IG2vyX
— SC East Bengal (@sc_eastbengal) January 16, 2022
এর আগে আইলিগজয়ী গোকুলাম কেরালা দলের গোলরক্ষক কোচ ছিলেন মিহির। এছাড়া মিনার্ভা অ্যাকাডেমি, ফতেহ হায়দ্রাবাদ, জামশেদপুরের রিজার্ভ দল ও চার্চিল ব্রাদার্সের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন মিহির।

লাল-হলুদের গোলরক্ষক কোচের দায়িত্ব নিয়ে মিহির সাওয়ান্ত বলেন,”ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আসন্ন চ্যালেঞ্জের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। স্কোয়াডে বেশ কয়েকজন দারুণ গোলরক্ষক রয়েছেন। ওঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি দলের উন্নতিতে কাজে আসব।”

We are pleased to announce the appointment of 𝐌𝐢𝐡𝐢𝐫 𝐒𝐚𝐰𝐚𝐧𝐭 as our goalkeeping coach for the rest of the season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/0XfftEFru7
— SC East Bengal (@sc_eastbengal) January 16, 2022
আরও পড়ুন:Novak DJokovic: দ্বিতীয়বার খারিজ হল জোকোভিচের ভিসা, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা শেষ জোকারের