ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৬১,৩০৮.৯১ (⬆️ ০.১৪%)

🔹নিফটি ১৮,৩০৮.১০ (⬆️ ০.২৯%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার ৮৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫২ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৮৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৫.৮৮ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,৩০৮.৯১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৫২.৩৫ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৩০৮.১০।

Previous articleTrain Accident Followup: দুর্ঘটনার কারণ জানতে দোমহনিতে ফরেনসিক দল
Next articleNovak Djokovic: করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত জোকার