Train Accident Followup: দুর্ঘটনার কারণ জানতে দোমহনিতে ফরেনসিক দল

ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকরা।

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কারণ হিসেবে এখনও পর্যন্ত যান্ত্রিক ত্রুটির বিষয়টিই সামনে এসেছে। কারণ খতিয়ে দেখতে সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করল ফরেনসিক দল (Forensic Team)। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ট্রাকশন মোটর খুলে যাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটে। কিন্তু কী কারণে মোটর খুলে গেল, তা খতিয়ে দেখছে ফরেন্সিক টিম। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বেশ কিছু নমুনা সংগ্রহ করেন স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারির তিন আধিকারিক। ইঞ্জিনের (Engine) পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত রেক ও লাইন দেখা হয়। তাঁদের সঙ্গে ছিলেন জিআরপির (GRP) আধিকারিকরাও। কারণ, তাদের রুজু করা মামলার ভিত্তিতেই তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের প্রায় ১২টি কামরা। মৃত্যু হয় নজনের। ঘটনার পরই দ্রুত তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত রেলের চালক প্রদীপ কুমারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। চালকের বিরুদ্ধে অভিযোগের দায়ের করেছেন উত্তম রায় নামে এক যাত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে জিআরপি।দুর্ঘটনার কারণে ওই অঞ্চলে আপ লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইনের স্লিপারগুলি দ্রুততার সঙ্গে বদলানো হচ্ছে।

Previous articleবন্ধ হোক বাবাকে নিয়ে এই ছেলেখেলা: ট্যাবলো বাতিলে এবার ক্ষুব্ধ নেতাজি কন্যা
Next articleধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের