সাধারণতন্ত্র দিবসের(Republic Day) অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ গোটা বাংলা। এবারের ট্যাবলেটে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhash Chandra Basu) শ্রদ্ধা জানিয়ে। ইতিমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। এবার এই বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। নিজের টুইটার হ্যান্ডেল, “সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য #নেতাজিকে উৎসর্গ করা পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ দেওয়া, একটি অত্যন্ত লজ্জাজনক এবং কেন্দ্রের তুচ্ছ সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। এর পিছনে কী ধরনের চিন্তাভাবনা কাজ করছে তা ভেবে আশ্চর্য হচ্ছি। এর তীব্র নিন্দা জানাই।”

Exclusion of West Bengal's Tableau dedicated to #Netaji for the Republic Day parade, is a huge shame & nothing more than petty cheap politics by the Centre•One wonders what kind of thought process goes behind it• Strongly condemn it @aajtak @ndtv @abhishekaitc @AITCofficial https://t.co/4CZjpDyY5r
— Babul Supriyo (@SuPriyoBabul) January 17, 2022
এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বুদ্ধিজীবী মহল। সবার অভিযোগ, এই ধরনের সিদ্ধান্ত শুধু বাংলা ও বাঙালিদের প্রতি অপমান নয়, সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বাঙালি অংশ নিয়েছিল তাদেরকে অপমান করছে মোদি সরকার। এবার একই কথা বললেন বাবুল সুপ্রিয়। তাঁর মতে, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

আরও পড়ুন- Chief Minister: রাজনৈতিক সৌজন্য: জ্যোতি বসুর মৃত্যুদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
