Saturday, May 17, 2025

আরও শিথিল হল রাজ্যের কোভিডবিধি। সোমবার এই নিয়ে নির্দেশিকা জারি করা হয় নবান্নের তরফে। সেই নির্দেশিকায় একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কোন কোন ক্ষেত্রে ছাড়?

নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম।  তবে যাঁরা জিমে যাবেন তাঁদের করোনার সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাত্রার ক্ষেত্রেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হল। খোলা মাঠে যাত্রা করা যেতে পারে। তবে কোনও বদ্ধ জায়গায় করলে ২০০-র বেশি মানুষ রাখা যাবে না।

নির্দেশিকায় শুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে। করোন বিধি মেনে শুটিং করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গত ২ জানুয়ারি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল, কলেজ। সরকারী দফতরে হাজিরা করা হয় ৫০ শতাংশ। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় জিম, সুইমিং পুল, সেলুন। কিন্তু পরবর্তীতে অবশ্য অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। তেমনই লোকাল ট্রেন চালানো নিয়েও পরিবর্তন হয় রাজ্যের নির্দেশিকা। প্রথমে সন্ধে ৭টায় লোকাল ট্রেন বন্ধ করার কথা বলা হলেও পরে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়।

করোনার দাপট না কমায় ফের ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি করা হয়। তবে বলা হয় বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। এবার ফের রাজ্যে করোনা বিধিনিষেধ আরও শিথিল করা হল। আগামী ১৮ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

আরও পড়ুন- তৈরি নতুন মঞ্চ, বিজেপিতে ভাঙন স্পষ্ট, পোস্টার-বনভোজন পাল্টা কর্মসূচি বিদ্রোহীদের

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version