Friday, November 14, 2025

Covid 19 Guidelines: আরও শিথিল হল কোভিডবিধি, জিম-যাত্রায় ছাড় ঘোষণা রাজ্যের

Date:

আরও শিথিল হল রাজ্যের কোভিডবিধি। সোমবার এই নিয়ে নির্দেশিকা জারি করা হয় নবান্নের তরফে। সেই নির্দেশিকায় একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কোন কোন ক্ষেত্রে ছাড়?

নির্দেশিকায় নবান্ন জানিয়েছে, ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা যেতে পারে জিম।  তবে যাঁরা জিমে যাবেন তাঁদের করোনার সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও সঙ্গে রাখতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে করা কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাত্রার ক্ষেত্রেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হল। খোলা মাঠে যাত্রা করা যেতে পারে। তবে কোনও বদ্ধ জায়গায় করলে ২০০-র বেশি মানুষ রাখা যাবে না।

নির্দেশিকায় শুটিংয়েও ছাড় দেওয়া হয়েছে। করোন বিধি মেনে শুটিং করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গত ২ জানুয়ারি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল, কলেজ। সরকারী দফতরে হাজিরা করা হয় ৫০ শতাংশ। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় জিম, সুইমিং পুল, সেলুন। কিন্তু পরবর্তীতে অবশ্য অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। তেমনই লোকাল ট্রেন চালানো নিয়েও পরিবর্তন হয় রাজ্যের নির্দেশিকা। প্রথমে সন্ধে ৭টায় লোকাল ট্রেন বন্ধ করার কথা বলা হলেও পরে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়।

করোনার দাপট না কমায় ফের ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড বিধিনিষেধ জারি করা হয়। তবে বলা হয় বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। এবার ফের রাজ্যে করোনা বিধিনিষেধ আরও শিথিল করা হল। আগামী ১৮ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

আরও পড়ুন- তৈরি নতুন মঞ্চ, বিজেপিতে ভাঙন স্পষ্ট, পোস্টার-বনভোজন পাল্টা কর্মসূচি বিদ্রোহীদের

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version