Sunday, November 16, 2025

বিপ্লবের “মজার মুল্লুক” ত্রিপুরায় এবার মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের খাতা দেখবেন মৃত শিক্ষকরা!

Date:

অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে রাজ্যের ১০ হাজার শিক্ষকের চাকরি। শিক্ষাক্ষেত্রকে এবার এক হাস্যকর পর্যায়ে নিয়ে গেল ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) পরিচালিত বিপ্লব দেব (Biplab Dev) সরকার। স্কুল আছে, পড়ুয়া আছে কিন্তু শিক্ষক নেই। যা নিয়ে আন্দোলন করছে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসা তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী প্রজন্ম এবং ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু করেছে রাজ্য সরকার। বিপ্লব দেবের মজার মুল্লুকে শিক্ষা দপ্তরের দায়িত্বে অযোগ্য শিক্ষামন্ত্রী (Education Minister)। গত ৫ জানুয়ারি তৃণমূলের রাজভবন অভিযানে অযোগ্য শিক্ষামন্ত্রীকে হটানো ছিল অন্যতম দাবি।

আরও পড়ুন-ভোট-করোনাতেও থমকে যায়নি, ৯ মাসে রূপশ্রীর টাকায় রাজ্যে বিয়ে আড়াই লক্ষ কন্যার

তবে এবার যা হলো, তা আগের সবকিছুকে ছাপিয়ে গেল। ত্রিপুরায় (Tripura) বিপ্লব দেব জমানায় এবার “মৃত শিক্ষক” দেখবেন পরীক্ষার খাতা। দিন দিন নিজেদের হাস্যস্পদ করে তুলছে ত্রিপুরা সরকারের শিক্ষাদপ্তর। বিজেপি পরিচালিত এই রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নানাবিধ তুঘলকি সিদ্ধান্তে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার নতুন বিতর্ক খাতা দেখা নিয়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক প্রথম পর্যায়ের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সম্প্রতি শিক্ষকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে অনেকেই মারা গিয়েছেন। এমন অনেক শিক্ষক রয়েছেন যাঁরা অনেক আগেই অবসর নিয়েছেন।

শিক্ষাদপ্তরের এমন ভূমিকায় চোখ কপালে উঠেছে ত্রিপুরার শিক্ষামহলে। প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে ছেলে খেলা করার অধিকার কে দিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তাঁর মন্ত্রিসভার অযোগ্যদের?

 

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version