Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) অবশেষে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল। নতুন কোচ মারিও রিভেরার অধীনে সোমবার অনুশীলনে নামে লাল-হলুদ ব্রিগেড। আগামী ১৯ জানুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।

২) করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত নোভাক জোকোভিচ। সোমবার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রক ঘোষণা করে, দেশের নয়া টিকা আইনের জেরে কোনও ছাড় দেওয়া হবে না। করোনার টিকা না নেওয়ার কারণে দু’ দুবার জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

৩) ‘অধিনায়ক না হলেও বিরাট আমাদের দলের নেতা থাকবে। কোহলির এই সিদ্ধান্তকে শ্রদ্ধাও জানাচ্ছে দলের সকলে। সাংবাদিক সম্মেলনে বললেন যশপ্রীত বুমরাহ।

৪) জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করল রাফায়েল নাদাল। সোমবার প্রথম রাউন্ডে তিনি উড়িয়ে দিলেন আমেরিকার মার্কোস জিরোনকে। ম‍্যাচের ফলাফল ৬-১, ৬-৪, ৬-২।

৫) ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল । সূত্রের খবর সেই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে বিরাট কোহলিকে নেতৃত্ব দেওয়ার কথা বলে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই প্রস্তাব নাকচ করে দেন কোহলি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleWeather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস