বারবার কেন দিল্লিতে ডেকে জেরা, ভর্ৎসনার মুখে ইডি

বারবার দিল্লিতে তলব করে জেরা করার জন্য ভর্ৎসিত হল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। কয়লা মামলায় অন্যতম সাক্ষী সুমিত রায়কে জেরার জন্য বারবার চিঠি দিয়েছে ইডি। এবং প্রত্যেকবারই বলা হয়েছে দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হতে। মঙ্গলবার আদালতে এই মামলার শুনানি ছিল। ইডির এই বারবার দিল্লিতে ডেকে জেরা করার বিষয়টি নিয়ে আদালত এদিন কড়া মনোভাব দেখিয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা ইডির আইনজীবীর কাছে প্রশ্ন করেন, কেন অন্যতম সাক্ষীকে কলকাতায় জেরা করা হচ্ছে না। কলকাতায় নিজাম প্যালেস বা সিজিওতে ইডির অফিস তো রয়েছে। বিচারপতি সুমিত রায়ের সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করেন। সুমিতের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, আমাদের যা আবেদন ছিল কার্যত সেটাই গৃহীত হয়েছে এবং বিচারপতি রাজশেখর মান্থা এই যুক্তিকে মান্যতা দিয়েছেন।

আরও পড়ুন- অখিলেশের পাশে মমতা: ফেব্রুয়ারিতে লখনউয়ে প্রচারসভা তৃণমূল সুপ্রিমোর