লিওনেল মেসি( lionel Messi), মহম্মদ সালাহদের (Mohammad Salha) হারিয়ে ২০২১ ফিফার (FIFA) বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি(Robert Lewandowski)। মহিলা বিভাগে বর্ষসেরা ফুটবলার হলেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। যিনি ব্যালন ডি অঁর পুরস্কারেও সম্মানিত হয়েছেন। এদিকে বিশেষ ট্রফি দেওয়া হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বছরের সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন চেলসির থোমাস টুহল।

It is a great honor and pleasure to receive the title of FIFA The Best Men's Player 🏆
Thank you for your votes and your support 🙏#TheBest @FIFAWorldCup @FIFAcom pic.twitter.com/GdLwawCNK8
— Robert Lewandowski (@lewy_official) January 17, 2022
সপ্তমবারের জন্য যখন মেসির হাতে তুলে দেওয়া হয়েছিল ব্যালন ডি অঁর, তখন আলোড়ন পড়ে যায় ফুটবল বিশ্বে। কেন দুরন্ত ছন্দে থাকা বার্য়ান ফুটবলার লেওয়ানডস্কিকে বাদ দিয়ে মেসির হাতে তুলে দেওয়া ব্যালন ডি অঁর। সোমবার যেন সেই যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বায়ার্ন মিউনিখ তারকা-সহ তাঁর আপামর ভক্তরা। ২০২১ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে লেয়নডস্কিকেই বেছে নিল ফিফা। তাঁর কাছে এবার হার মানলেন বর্ষসেরার দৌড়ে থাকা পিএজির মেসি এবং লিভারপুলের তারকা মহম্মদ সালাহ।

🏆✨ Cristiano Ronaldo is the recipient of #TheBest FIFA Special Award!
🇵🇹 Legend. Winner. Goalscoring machine. @Cristiano. pic.twitter.com/ZnzGMJKCEk
— FIFA World Cup (@FIFAWorldCup) January 17, 2022
প্রথমবার ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে স্বভাবতই খুশি লেওয়ানডস্কি। এই পুরস্কার পেয়ে তিনি বলেন, “আমি খুব খুশি এবং সম্মানিত এই পুরস্কার পাওয়ায়। এই ট্রফিটি আমার টিমের কোচ এবং দলের প্রতিটি খেলোয়াড় দাবিদার কারণ আমরা একসঙ্গে খেটেছি ,লড়াই করেছি।”

এরপাশাপাশি তিনি প্রাক্তন জার্মান তারকা গার্ড মুলারকে শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমি কখনও ভাবতে পারিনি বুন্দেশলিগা এর মত লিগে গার্ড মুলারের করা ২৯ ম্যাচে ৪২ গোলের রেকর্ড কোনোদিন ভাঙতে পারব বলে। তিনি এখন আর আমাদের সঙ্গে নেই কিন্তু উনাকে ছাড়া হয়ত আমি এই রেকর্ড কোনোদিনই ভাঙতে পারতাম না।”


আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
