Monday, December 22, 2025

কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কোভিড চিকিৎসায় এবার আরও বেশ কিছু বদল আনল কেন্দ্র। করোনা চিকিৎসায় এতদিন স্টেরয়েড এবং রেমিডিসিভিরের (Remdesivir) প্রয়োগ করা হত। এবার তাতে রাশ টানার কথা বলা হল নয়া নির্দেশিকায়।
কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের একাংশ জানিয়েছেন, স্টেরয়েড জাতীয় ওষুধে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা থাকছে। প্রয়োজনের তুলনায় স্টেরয়েড বেশি ব্যবহার হলে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস জাতীয় সংক্রমণের আশঙ্কা থাকে বলেও জানান বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর লোকসভায় দেওয়া তথ্য অনুসারে ২০২১ এর নভেম্বর পর্যন্ত ভারতে মোট ৫১ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছিলেন ব্ল্যাক ফাঙ্গাসে। সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নীতি আয়োগের সদস্য ও কেন্দ্রীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল গত সপ্তাহে সাংবাদিক সন্মেলন করে কোভিড চিকিৎসায় স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও রোগীর মাঝারি ও মৃদু উপসর্গ থাকলে তাঁকে ইঞ্জেকশনের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার খুব একটা প্রয়োজন নেই।
স্টেরয়েডের সঙ্গে রেমডিসিভিরের (Remdesivir) ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এমন কোনও রোগীর অন্তত দশ দিন ধরে কোভিড উপসর্গ রয়েছে এবং অক্সিজেন প্রয়োজন হচ্ছে কেবল তাঁদের ক্ষেত্রেই স্টেরয়েড দেওয়ার কথা ভাবা যেতে পারে। ভেন্টিলেটর কিংবা একমোতে রয়েছেন এমন রোগীদের এই ওষুধ দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...