Saturday, January 24, 2026

কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কোভিড চিকিৎসায় এবার আরও বেশ কিছু বদল আনল কেন্দ্র। করোনা চিকিৎসায় এতদিন স্টেরয়েড এবং রেমিডিসিভিরের (Remdesivir) প্রয়োগ করা হত। এবার তাতে রাশ টানার কথা বলা হল নয়া নির্দেশিকায়।
কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের একাংশ জানিয়েছেন, স্টেরয়েড জাতীয় ওষুধে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা থাকছে। প্রয়োজনের তুলনায় স্টেরয়েড বেশি ব্যবহার হলে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস জাতীয় সংক্রমণের আশঙ্কা থাকে বলেও জানান বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – কোভিড চিকিৎসায় স্টেরয়েড ও রেমিডিসিভিরের প্রয়োগে রাশ টানার নির্দেশ কেন্দ্রের 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর লোকসভায় দেওয়া তথ্য অনুসারে ২০২১ এর নভেম্বর পর্যন্ত ভারতে মোট ৫১ হাজার ৭৭৫ জন আক্রান্ত হয়েছিলেন ব্ল্যাক ফাঙ্গাসে। সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নীতি আয়োগের সদস্য ও কেন্দ্রীয় কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল গত সপ্তাহে সাংবাদিক সন্মেলন করে কোভিড চিকিৎসায় স্টেরয়েডের অতিরিক্ত ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, কোনও রোগীর মাঝারি ও মৃদু উপসর্গ থাকলে তাঁকে ইঞ্জেকশনের মাধ্যমে স্টেরয়েড দেওয়ার খুব একটা প্রয়োজন নেই।
স্টেরয়েডের সঙ্গে রেমডিসিভিরের (Remdesivir) ব্যবহারের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এমন কোনও রোগীর অন্তত দশ দিন ধরে কোভিড উপসর্গ রয়েছে এবং অক্সিজেন প্রয়োজন হচ্ছে কেবল তাঁদের ক্ষেত্রেই স্টেরয়েড দেওয়ার কথা ভাবা যেতে পারে। ভেন্টিলেটর কিংবা একমোতে রয়েছেন এমন রোগীদের এই ওষুধ দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।

spot_img

Related articles

দেবের পর SIR নোটিশ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মানালিও

অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হল। আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে...

বাংলায় SIR প্রক্রিয়ায় গণতন্ত্র আদৌ রক্ষিত হবে: এবার প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

একটি ভোটার তালিকা সংশোধনী নিয়ে আতঙ্ক, মৃত্যু, সুপ্রিমকোর্টে মামলা – কোনও নাটকীয়তার অভাব নেই। কিন্তু যে ভোটার তালিকাকে...

‘বীর শহিদ অমর রহে’! সমীরণ সিংকে শ্রদ্ধা জানালেন অভিষেক

শনিবারই ফেরার কথা ছিল। ফিরলেন। তবে সশরীরে নয়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরলেন ১৬৯ নম্বর ব্যাটালিয়নের ব্রাভো কোম্পানির শহিদ...

রাজীবের পর পরবর্তী DG কে? নবান্নের তালিকায় ৮ নাম 

রাজ্য পুলিশের বর্তমান ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমারের অবসরের সময় এগিয়ে আসছে। আগামী ৩১ জানুয়ারি তাঁর কর্মজীবনের শেষ...