Wednesday, May 14, 2025

Atk Mohunbagan: কেরলকে হারিয়ে আবারও জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

পরপর দুই ম‍্যাচ বাতিলের পর বৃহস্পতিবার অবশেষে ফের একবার মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। বৃহস্পতিবার বাগানের প্রতিপক্ষ কেরলা ব্লাস্টার্স এফসি( Kerala Blasters Fc)। কেরলের বিরুদ্ধে মাঠে নেমে জয় লক্ষ‍্য বাগান কোচ জুয়ান ফেরান্ডো। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রীতমদের হেডস‍্যার।

করোনা ভীতি কাটিয়ে অবশেষে মাঠে নামতে চলেছে এটিকে মোহনবাগান। প্রথম লেগে কেরলকে হারিয়ে ছিল বাগান ব্রিগেড। আগামীকালও সেই ছন্দ পাওয়া যাবে বাগানের ম‍্যাচে? এর জবাবে বাগান কোচ বলেন,” প্রথম ম্যাচের থেকে এটি একেবারে আলাদা। আমি অতীতটা জানি না, ফলে বর্তমানকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। গত তিন ম্যাচে আমরা ভালো খেললেও, আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়দের তৈরি থাকতে হবে। গত ১১ দিন ধরে আমরা ঘরে বন্দী ছিলাম। ঘরের মধ্যেই যতটুকু সম্ভব প্রস্তুতি নিচ্ছিলাম। তবে এটি প্রতিটা দলকেই করতে হয়েছে।”

চলতি আইএসএলে দলে ডিফেন্স নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। এবার দলে যোগ দিয়েছেন সন্দেশ ঝিঙ্গান। কেরল ম‍্যাচে কি তিনি মাঠে নামবেন? এই নিয়ে জুয়ান বলেন, “ভালো খবর হল, প্রত্যেকেই এই ম্যাচের জন্য তৈরি। কিন্তু আমাদের সময় নিতে হবে, কারণ এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। এই পরিস্থিতির জন্য আমরা সকল খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে বেশি নামতে পারিনি। আমাদের শান্ত থাকতে হবে এবং খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে বেশি ভাবতে হবে। আমরা কেবল গতকাল আর আজ অনুশীলন করেছি, ফলে সেই নিয়ে দেখতে হবে যে সব খেলোয়াড়দের কন্ডিশন কেমন।”

এখনও অবধি একাধিক খেলোয়াড় করোনায় সংক্রমিত রয়েছেন, এদিকে কার্ড সমস্যার জন্য বাইরে হুগো বৌমোস। ফলে কেরলের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে কি সমস্যা? এই নিয়ে বাগান কোচ বলেন,” খুব একটা চিন্তিত নই এই বিষয়ে। আমাদের নানা ধরণের পরিকল্পনা করতে হবে। আমরা পেশাদার, ফলে আমাদের সমস্ত বিষয়কেই মাথায় রাখতে হবে। আমাদের খেলোয়াড়রা তৈরি, ফলে দেখতে হবে কারা এই ম্যাচের জন্য মাঠে নামতে পারে।”

দলের একাধিক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিল। মানসিক ও শারীরিকভাবে কতটা কষ্টকর ছিল এই পরিস্থিতির মধ্যে থাকা? এর জবাবে জুয়ান বলেন,”গতকাল আমরা অনেক দিন পর অনুশীলনে নেমেছিলাম। হ্যাঁ আমাদের জন্য বিগত কয়েক দিন কঠিন ছিল, তবে খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পেরে নিজেদের খুব ইতিবাচক লাগছে, এবং আমরা সেই অতীতকে ভুলে আবারও নামতে মরিয়া।”

আরও পড়ুন:টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা, অস্ট্রেলিয়ান ওপেনে হারের পর ঘোষণা টেনিস সুন্দরীর

spot_img

Related articles

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...