উন্নতমানের পরিষেবা দিতে তৈরি হল কাউন্সিলার স্টেশন

নিজের বাড়ির হোক বা পাড়ার, রাস্তা হোক বা নিকাশি ব্যবস্থা, কোনও কিছুর জন্যই আর ছুটতে হবে পুরসভায়। লাইন দেওয়া দূর, পুরসভার চৌকাঠও পেরোতে হবে না। কারণ আপনার সমস্ত অভাব-অভিযোগ শুনতে কাউন্সিলার স্বয়ং পৌঁছে যাবেন আপনার দুয়ারে।

আরও পড়ুন:গোয়ায় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অমিত পালেকর !

উন্নতমানের পরিষেবা প্রদানের জন্য এই অভিনব উদ্যোগ নিল ৪৮ নম্বর ওয়ার্ড। এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে তৈরী করা হলো ১৮টি কাউন্সিলার স্টেশন ও ২টি কাউন্সিলার জংশন। যেখানে প্রতিদিন কাউন্সিলার থাকবেন। সেখানে এসে এলাকাবাসী নিজেদের সুবিধা-অসুবিধা বা সমস্যার কথা জানাতে পারবেন অতি দ্রুত এবং সহজভাবে। আর একথা এলাকাবাসীদের জানাতে ঘরে ঘরে বিলি করা হচ্ছে লিফলেটও।



Previous article৫-জি পরিষেবা নিয়ে হুঁশিয়ারি আমেরিকান বিমান সংস্থাগুলির
Next articleAtk Mohunbagan: কেরলকে হারিয়ে আবারও জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড