Wednesday, December 3, 2025

এএফসি এশিয়ান কাপে প্রথম ম‍্যাচে ইরানের সঙ্গে গোলশূন‍্য ড্র ভারতের

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের ( Afc Asian Cup) প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু করল ভারতীয় (India) মহিলা দল। এদিন মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন‍্য ড্র করল তারা।

করোনা আবহে এএফসি এশিয়ান কাপে শুরুটা ভাল হল না ভারতীয় মহিলা ফুটবল দলের। মুম্বইয়ের ডি ওয়াই  পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইরানের বিরুদ্ধে আধিপত্য রেখে খেলেও পুরো পয়েন্ট ঘরে তুলতে পারলেন না ভারতীয় মেয়েরা। গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচ গোলশূন্য ড্র। শেষ আটে ওঠার লড়াইয়ে পরের দু’টি ম্যাচ খুব কঠিন আশালতাদের। প্রতিপক্ষ এবার চাইনিজ তাইপে ও চিন। এদিন প্রথম ম্যাচে চিন ৪-০ গোলে হারাল চাইনিজ তাইপেক।

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে দেশের মাটিতে এএফসি এশিয়ান কাপে খেলতে নেমেছেন মেয়েরা। প্রথম লক্ষ্য, এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন। সেই লক্ষ্যে এদিন গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছিল থমাস দেনারবির দল। করোনা আক্রান্ত হওয়ায় তিন ফুটবলারকে পাননি কোচ। তাতে দলের মনোবলে চিড় ধরেনি। বরং ইরানের বিরুদ্ধে শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলেন ভারতের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই ‘টিম গেম’ অস্ত্রে আক্রমণাত্মক ফুটবলে জোর দিয়েছিলেন ভারতীয় দলের ডাচ কোচ। দুই উইং ধরে আক্রমণ চালিয়ে গোলের মুখ খোলার চেষ্টায় ছিলেন ভারতীয় মেয়েরা। সুযোগও তৈরি হয়। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ভারত। কিন্তু সুযোগ হাতছাড়া করেন মনীষা কল্যাণরা। প্রথমার্ধে অন্তত দু’বার গোলের সামনে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হন সম্প্রতি ব্রাজিলের বিরুদ্ধে গোল করে ইতিহাস গড়া মনীষা। একবার ইন্দুমতী সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন।

বিরতির পর আক্রমণে আরও ঝাঁঝ বাড়ে ভারতের। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে ইরানের রক্ষণে। কিন্তু গোলের লকগেট খোলেনি। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণের সামনে একা কুম্ভ হয়ে লড়েন ইরানের গোলকিপার। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। এদিন ম্যাচের আগে জানা যায় দু’জন নন, ভারতীয় দলের তিন ফুটবলার ও দুই সাপোর্ট স্টাফের কোভিড রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

spot_img

Related articles

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...