সোশ্যাল মিডিয়া ছাড়লেন বিধায়ক মদন মিত্র! কারণ কী

MLA Madan Mitra left social media

সোশ্যাল মিডিয়া ছাড়লেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) ছাড়ার কথা ঘোষণা করলেন বিধায়ক নিজেই। কারণ কী?

আরও পড়ুন-করোনা-যুদ্ধে মডেল ডায়মন্ড হারবার : পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ

মদন (Madan Mitra) জানান, “আমার কাছে নির্দেশ এসেছে। আমাকে বলা হয়েছে, বেশি ফেসবুক কোরো না।” তিনি এও জানিয়ে দিয়েছেন, দলীয় কোনও অনুষ্ঠান থাকলে বা কোনও খবর থাকলে, তাঁর সোশ্য়াল মিডিয়া টিমের তরফে তা পোস্ট করা হবে। ৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইন্সটাগ্রাম কিছুই ব্য়বহার করবেন না তিনি। মদন আরও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে নয়, দলের মুখ হিসেবেই সোশ্য়াল মিডিয়ায় কথা বলেন। অন্য কোনও কারণ নয়, দলের নির্দেশেই সোশাল মিডিয়া-ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Previous articleকরোনা-যুদ্ধে মডেল ডায়মন্ড হারবার : পজিটিভিটি রেট ১.৫০ শতাংশ
Next articleএএফসি এশিয়ান কাপে প্রথম ম‍্যাচে ইরানের সঙ্গে গোলশূন‍্য ড্র ভারতের