সংক্রমণ কমেছে। আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডে করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হচ্ছে। ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson)। বুধবার, সংসদে তিনি জানান, এবার থেকে প্রকাশ্য স্থানে মাস্ক পরতে হবে না। ওয়ার্ক ফ্রম হোমের (Work-from-home) পরামর্শও সরকার আর দেবে না।

জানুয়ারির শুরুতে ইংল্যান্ডে (England) দৈনিক আক্রান্তর সংখ্যা দুলাখ ছাড়িয়েছিল। আপাতত সেই সংখ্যা অর্ধেক হয়েছে। সেই প্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে কোভিড বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এক্ষেত্রে প্ল্যান বি ও বুস্টার (Booster) জনসাধারণ কীভাবে গ্রহণ করে তার উপর নির্ভর করছে প্যান এ-তে ফিরে যাওয়ার ঘোষণা।

আরও পড়ুন:Covid Update: ভয় ধরাচ্ছে করোনা! একলাফে দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি ছাড়ালো

বরিস জনসন আশ্বাস দিয়েছেন, বড় অনুষ্ঠান ও নাইট ক্লাবএ যাওয়ার জন্য কোভিড পাসপোর্ট সংক্রান্ত বিধি ধাপে ধাপে তুলে নেওয়া হবে। প্রকাশ্যে মাস্কের প্রয়োজন না হলেও, বন্ধ স্থান ও ভিড়ে ঠাসা এলাকায় ফেস মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েয়েছেন তিনি।

আগামী বৃহস্পতিবার থেকে সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের আর মাস্ক পরতে হবে না। এ ব্যাপারে শিক্ষা বিভাগ নির্দেশিকা প্রত্যাহার করবে। এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ের কথা বলেছেন বরিস জনসন।