Thursday, August 28, 2025

Kalyan Benarjee: মামলার শুনানিতে আবেগপ্রবণ কল্যাণ: বললেন, “অ্যালার্ট আছি”

Date:

শুনানি চলার সময়ই আবেগপ্রবণ হয়ে পড়লেন তৃণমূল (Tmc) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Benarjee)। শুক্রবার, কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) রেশন ডিলারদের মামলায় শুনানি শেষে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন কল্যাণ। এ দিন ভার্চুয়াল (Virtual) মাধ্যমে শুনানি চলছিল। সেখানে তাঁর অবস্থা দেখে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Mousmi Bhattacharya) প্রশ্ন করেন, তিনি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছেন কি না? উত্তরে কল্যাণ বলেন, ‘‘আপাতত শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে অ্যালার্ট আছি।’’ বলেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। ভিখারি পাসোয়ান মামলায় তাঁর ছেলেকে কিডন্যাপ করার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান কল্যাণ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর জুনিয়ররা প্রায় সকলেই আজ বিচারপতি হয়েছেন। কলকাতা হাই কোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও তাঁর জুনিয়র ছিলেন।

বৃহস্পতিবার, গোয়াতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) বলেছেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতাদি তাঁর নেত্রী। আমারও নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাহলে বিরোধ কোথায়? দলে গণতন্ত্র আছে। কেউ নিজের কথা বলতেই পারেন।” বস্তুত অভিষেক এদিন পরিণত দক্ষতায় যাবতীয় বিতর্কে জল ঢেলেছেন। তারপর কল্যাণের আবেগপ্রবণ হওয়াকে রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

আরও পড়ুন- দেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট

 

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version