Monday, November 10, 2025

“৩ মাসের মধ্যে চালু হবে টালা ব্রিজ”, পরিদর্শনের পর ঘোষণা পূর্তমন্ত্রী মলয় ঘটকের

Date:

করোনা পরিস্থিতির(covid situation) মাঝেও অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন মাসের মধ্যেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে নির্মীয়মান টালা ব্রিজ। শুক্রবার টালা ব্রিজ(Tala bridge) পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak)।

উত্তর শহরতলির সঙ্গে কলকাতার সংযোগসাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ টালা ব্রিজ শুক্রবার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্রিজ পরিদর্শন করার পর মন্ত্রী মলয় ঘটক সংবাদমাধ্যমকে জানান, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যে ব্রিজ খুলে দেওয়ার। যদিও করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। তবে আশা করছি আগামী তিন মাসের মধ্যে সর্বসাধারণের ব্যবহারের জন্য টালা ব্রিজ খুলে দেওয়া সম্ভব হবে।

প্রশাসন সূত্রে খবর, করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন করে এই টালা ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। ৮০০ মিটার দীর্ঘ ও ১৯ মিটার চওড়া এই ব্রিজ তৈরি করতে খরচ পড়ছে ৪৬৫ কোটি টাকা। এই টালা ব্রিজের কাজের জন্য রেলের অনুমতির প্রয়োজন ছিল। প্রশাসন সূত্রে খবর, সেই অনুমতি পেতে দেরি হওয়ায় কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। গত ৯ ডিসেম্বর রেলের তরফে অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকে শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়। তখনই টালা ব্রিজের বেহাল অবস্থার বিষযটি সরকারি আধিকারিকদের নজরে আসে। ব্রিজটিকে পরীক্ষা নিরিক্ষার পর ব্রিজটিকে ভেঙে ফেলে নতুন করে তৈরি করার প্রস্তাব আসে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি টালা ব্রিজের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। টালা ব্রিজটিকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version