Thursday, November 13, 2025

সুভাষ স‍্যারের মৃত্যুতে শোকাহত বাইচুং, ডগলাস, ‘সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল’, বললেন বাইচুং

Date:

শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ ভৌমিক (Subhash Bhoumik)। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন, তার থেকেও অধিক সফল ছিলেন কোচ হিসেবে। গুরু প্রদীপ বন্দ‍্যোপাধ‍্যায়ের পদাঙ্কনে নিজেকে প্রশিক্ষক হিসেবে তৈরি করেছিলেন। এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে সুভাষ ভৌমিকের সেরা সাফল্য ২০০৩ সালে ইস্টবেঙ্গলকে আশিয়ান ট্রফি চ‍‍্যাম্পিয়ন করা। যা আজও সোনার অক্ষরে লেখা রয়েছে। সেই ২০০৩ সালে আশিয়ান কাপে ইস্টবেঙ্গলের সেরা গোলদাতা হয়েছিলেন বাইচুং ভুটিয়া। সুভাষ ভৌমিকের প্রয়াণের পরই গুরুর স্মৃতিচারণায় মাতলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। গুরুর প্রয়াণে স্বভাবতই শোকস্তব্ধ তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বাইচুং বলেন,”আমার খুব ভালো সম্পর্ক ছিল সুভাষদার সঙ্গে। ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আশিয়ান কাপ জেতা তার মধ্যে অন্যতম। যখন আমি প্রথম ইস্টবেঙ্গলে সই করি, তখন থেকেই দেখি, সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল। ওনার এই স্বভাবের জন্য অনেক বিতর্কের মধ্যে জড়িয়েছেন। কিন্তু সেটাই ওনার গ্রেটনেস। আমরা ওনাকে অনেক মিস করব। শান্তিতে ঘুমোন সুভাষদা।”

প্রিয় ভোম্বলদার মৃত্যুর খবর পেয়ে শোকাহত আরেক আশিয়ান জয়ের সদস‍্য ডগলাস। এদিন ব্রাজিল থেকে সুভাষ ভৌমিকের মৃত্যুর খবর পেয়ে ডগলাস বলেন, “এই মুহূর্তে ব্রাজিলে রয়েছি। খবরটা পেয়ে সত‍্যি অবাক লাগছে। আমার অনুপ্রেরণা ছিলেন তিনি। ২০০৩ সালে আশিয়ান কাপ চ‍্যাম্পিয়ন আমরা। ওনার ওই প্রশিক্ষণ আজও মনে দাগ কাটে।”

আরও পড়ুন:করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version