Vote: ভুল ভোটদান: তৃণমূলের ভোটে জিতলেন বিজেপি প্রার্থী!

মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে তৃণমূল সদস্যদের ভোটে জিতে গেলেন বিজেপি প্রার্থী।

তৃণমূলের ভোটে জিতলেন বিজেপি (Bjp) প্রার্থী! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের কংগ্রেস (Congress) ও সিপিআইএমের (Cpim)সদস্যরা শাসকদলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল (Tmc)। ফলে, বিজেপি-র উপপ্রধান অনিতা মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়। শুক্রবার, প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে হয় অনাস্থা ভোট। ছিলেন তৃণমূলের চার ও বিজেপি-র দুজন সদস্য-সহ মোট ১০ জন। কিন্তু বিপত্তি হয় ভোট গ্রহণের সময়। তৃণমূলের দুই সদস্য ভুল করে অনিতাকেই ভোট দিয়ে দেন। বাকি দু’জন ইচ্ছে করেই দিয়েছেন বলে অভিযোগ।

আতাউর শেখকে উপপ্রধান চেয়েছিল তৃণমূল। কিন্তু উপপ্রধান থেকে যান বিজেপি-র অনিতা। অনেকেরই অভিযোগ ভুল করে নয়, ইচ্ছে করেই অনিতাকে ভোট দিয়েছেন দুজন। কারণ যাই হোক, ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয়রা।

আরও পড়ুন:প্রয়াত চন্দননগরের বিজেপি প্রার্থী গোকুল পাল