Thursday, August 28, 2025

করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

Date:

ময়দানের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না সুভাষ ভৌমিকের মরদেহ। করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ময়দানের ভোম্বলদার। করোনার কারণে এমন সিদ্ধান্ত।শনিবার হাসপাতালে সুভাষ ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করার পর শেষকৃত্যের পরিকল্পনার খবর জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কলকাতা ফুটবলের অন্যতম জনপ্রিয় চরিত্র সুভাষ ভৌমিক। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। কিন্তু তাঁর প্রয়াণের পর  কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না ভোম্বলদার মরদেহ। করোনার কারণেই এমনট সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। জানা গিয়েছে, করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সুভাষ ভৌমিকের। উপস্থিত থাকবেন পরিবারের লোকজনেরা।

এদিকে ১ লা ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে আয়োজন করা হবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা। এদিন এমনটাই জানালেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এদিন প্রয়াত সুভাষ ভৌমিকের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর দেবব্রত সরকার বলেন,” সুভাষ ভৌমিকের কীর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওঁর সতীর্থরা উপস্থিত থাকবেন। পুরোটাই হবে কোভিড বিধি মেনে। এ ছাড়াও সুভাষদার বিভিন্ন কীর্তি নিয়ে একটি মিউজিয়াম তৈরি করা হবে। আশিয়ান কাপ হাতে নিয়ে ওঁর একটি স্ট্যাচুও থাকবে সেখানে।”

সূত্রের খবর ইস্টবেঙ্গলের পাশাপাশি প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করতে চলেছে মোহনবাগানও। এদিন ক্লাবকর্তা দেবাশিস দত্ত বলেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে সামনের মাসে স্মরণসভা আয়োজন করা হবে।”

আরও পড়ুন:প্রিয় ভোম্বলদার মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে, ফুটবল জগতের বিরাট ক্ষতি,বললেন সুব্রত ভট্টাচার্য, অ‍্যালভিটোরা

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version