গুগল মিটে বিয়ে, প্রীতিভোজ অনলাইন হোম ডেলিভারিতে! অভিনব উদ্যোগ এই যুগলের

করোনা শিখিয়েছে অনেক কিছু। অনলাইন, ভার্চুয়াল ইত্যাদি নেটিজেনদের কাছে আর নতুন শব্দ নয়। এবার বিয়ে হবে গুগল মিটে (Google Meet)। আর প্রীতিভোজ অনলাইন হোম ডেলিভারিতে। জোম্যাটোতে (Zomato) একেবারে ঘরে ঘরে পৌঁছে যাবে খাবার। এমন অভিনব উদ্যোগ নিয়েছেন পূর্ব বর্ধমানের এক যুগল।

আগামী ২৪ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বর্ধমানের সন্দীপন সরকার ও অদিতি দাস (Sandipan Sarkar- Aditi Das)। গুগল মিটের (Google Meet) মাধ্যমেই আমন্ত্রিতরা অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কিন্তু বাঙালি বিয়ে কী আর পাত পেড়ে, কবজি ডুবিয়ে না খেলে হয়! সেই ব্যবস্থাও করেছেন সন্দীপন-অদিতি (Sandipan-Aditi)। সন্দীপন-অদিতির বিয়েতে নিমন্ত্রিত বহু।  প্রীতিভোজ হবে হোম ডেলিভারির মাধ্যমে। এরজন্য সন্দীপন জানান, জোম্যামাটো ঘরে ঘরে পৌঁছে দেবে খাবার।

আরও পড়ুন: বিজেপি ছাড়লেন মনোহর পারিকরের ছেলে, পানাজি থেকেই নির্দল প্রার্থী উৎপল

কেন এমন সিদ্ধান্ত?

বিয়ের অনুষ্ঠানের জাঁকজমক কমাতে চান না সন্দীপন-অদিতি। অদিতির শাঁখারী পুকুর বাড়ির কাছেই এক ক্লাবের মাঠে হবে বিয়ের অনুষ্ঠান আর বৌভাতের অনুষ্ঠানের আয়োজন সন্দীপনের বাড়ির ছাদে হয়েছে। তবে সন্দীপনের মতে বিয়ের এমন আনন্দের মুহূর্তে সতর্ক থাকতে হবে। তিনি নিজেও সম্প্রতি করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন যুগল (Sandipan-Aditi)।