Tuesday, November 11, 2025

Tripura: সাতসকালে দুষ্কৃতী হামলায় মৃত ব্যবসায়ী, ‘বারুদের স্তুপের উপর রাজ্য’ তোপ তৃণমূলের

Date:

ত্রিপুরা(Tripura) রাজ্যে আইন-শৃংখলার অবস্থা ভয়াবহ, বারবার এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল(TMC)। শনিবার সকালে তারই প্রতিচ্ছবি দেখা গেল ত্রিপুরার অমরপুর মহাকুমার যতনবারি অঞ্চলের মন্দির বাজার এলাকায়। প্রকাশ্য বাজারে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এক মৎস্য ব্যবসায়ীর পাশাপাশি একই পরিবারের আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সাতসকালে প্রকাশ্য বাজারে এহেন ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দোষীদের শাস্তি ও মৃত-আহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তৃণমূল নেতার সুবল ভৌমিক(Subal Bhowmik)।

এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এদিন তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, “ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বারবার অভিযোগ জানানো হয়েছে রাজ্য সরকারকে। বিজেপি সরকারের আমলে দুর্বৃত্তদের দাপট এতটাই বেড়ে গিয়েছে যে আজ সকালে মৎস্য বাজারে দুষ্কৃতী হামলার শিকার হয়েছে একই পরিবারের তিনজন সদস্য। সিতন দাস, সনাতন দাস এবং লিটন দাস। অমরপুর মহকুমায় বাড়ি এই তিনজনের। আজ মন্দির বাজারে যাওয়ার সময় দুষ্কৃতীরা হামলা চালায় তাদের ওপর। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিতন দাসের। গুলিবিদ্ধ হয়ে আগরতলা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সনাতন দাস। আক্রান্ত তৃতীয় ব্যক্তি লিটন দাস জেলা হাসপাতালে চিকিৎসাধীন।”

আরও পড়ুন:আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সুবল ভৌমিক বলেন, “গোটা রাজ্যটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। কখন কোথায় কে আক্রান্ত হচ্ছে কেউ বলতে পারে না। যার উপর খুশি হামলা চালানো হচ্ছে। রাজ্যের মানুষ চরম আতংকের মধ্যে আছে, আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ত্রিপুরায়। তৃণমূলের তরফে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি যিনি মারা গিয়েছেন তার পরিবারকে যেন ২০ লক্ষ টাকা, এবং যারা আহত তাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিক সরকার।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version