Monday, August 25, 2025

দেশে দাপট দেখাচ্ছে করোনা।ওমিক্রনের চোখরাঙানির মাঝেই তৃতীয় ঢেউয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ।তবে শুক্রবারের তুলনায় সামান্য কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা।পাশাপাশি, দৈনিক মৃত্যু কমে ৫০০-র নীচে নেমেছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।

আরও পড়ুন:করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন।এইনিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৭৩১ জন।গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে কেরলে মৃত ১০৬, মহারাষ্ট্রে ৫২, দিল্লিতে ৩৮, পশ্চিমবঙ্গে ৩৫, তামিলনাড়ুতে ৩৩, কর্নাটক এবং উত্তরপ্রদেশে ২২।গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রান হারিয়েছেন ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৮ জন, দৈনিক আক্রান্তের প্রায় এক লক্ষ কম। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫।গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লক্ষ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই যা ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্ত সবথেকে বেশি মহারাষ্ট্র এবং কর্নাটকে। ওই দুই রাজ্যেই তা ৪৮ হাজারের ঘরে। কেরলে দৈনিক আক্রান্ত ৪১ হাজার। তামিলনাড়ুতে ২৯ হাজার, গুজরাতে ২১ হাজার। রাজস্থান, উত্তরপ্রদেশে তা ১৬ হাজারের ঘরে। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৯ হাজার ১৫৪।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version