Train Accident: আবার দুর্ঘটনা! লাইনচ্যুত ময়নাগুড়ির দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন

ফের লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনটি দোমোহনি থেকে শিলিগুড়ি জংশনে নিয়ে যাওয়ার সময় জংশন ডিজেল শেডে ফের লাইনচ্যুত হয়ে যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি নিউ ময়নাগুড়ি ও নিউ দোমোহনি স্টেশনের মাঝখানে দাড়িভিজ এলাকায় লাইনচ্যুত হয় আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। জখম হন অন্তত ৪০ জন।  প্রাথমিক তদন্তের পর মেরামতির জন্য ইঞ্জিনটি নিয়ে আসা হচ্ছিল। তখনই এই বিপত্তি। এর জেরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিকিম মহানন্দা এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- Corona Update: রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, কমল পজিটিভিটিও

Previous articleপ্রেমিকাকে মৃত বলে ঘোষণা করতেই হাসপাতাল থেকে উধাও প্রেমিক
Next article৯৩ নট আউট! ভোটে হারার রেকর্ড গড়লেন এই ব্যক্তি, এবার লক্ষ্য সেঞ্চুরি!