India Match: ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম‍্যাচ ইডেনে, জানাল বিসিসিআই

তিনটি এক দিনের ম্যাচ হবে আমদাবাদে। এই ম্যাচগুলি হবে ৬, ৯ এবং ১১ ফেব্রুয়ারি।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ( India-WestIndies) তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)। শনিবার টুইট করে জানাল বিসিসিআই( Bcci)। ম‍্যাচগুলি হতে চলেছে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। ওপর দিকে একদিনের তিনটি ম‍্যাচের সিরিজ হতে চলেছে আমেদাবাদে।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক বিবৃতিতে জানান,”প্রথমে ছ’টি কেন্দ্রে এই ছ’টি ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে দু’টি কেন্দ্রে করা হয়েছে। দুই দলের ক্রিকেটার, আম্পায়ার, সম্প্রচারকারী সংস্থার কর্মীদের যাতে খুব কম যাতায়াত করতে হয়, এবং জৈবদুর্গ যাতে অক্ষুন্ন থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আগামী ম‍াসে ভারতের তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে তিনটি এক দিনের ম্যাচ হবে আমদাবাদে। এই ম্যাচগুলি হবে ৬, ৯ এবং ১১ ফেব্রুয়ারি। এর পর হবে তিনটি টি-২০ ম‍্যাচ। যা হবে ক্রিকেটের নন্দনকানন ইডেনে। এই ম‍্যাচ গুলি হবে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:Ipl: কবে থেকে শুরু হবে আইপিএল? জানালেন বিসিসিআই বোর্ড সচিব