Saturday, August 23, 2025

Assaulted in Local Train: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, মেয়েদের নিরাপত্তার নিয়ে প্রশ্নের মুখে রেল

Date:

রেল নিরাপত্তা কোথায় এসে ঠেকেছে তা দেখা গেল শুক্রবার রাতে।চলন্ত ট্রেনের মধ্যেই শ্লীলতাহানির ঘটনা।নিজের ফেসবুকে সেই ঘটনার লাইভ ভিডিও শেয়ার করতেই নড়েচড়ে বসল রেল প্রশাসন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,’এই হচ্ছে রেল নিরাপত্তার নমুনা। অভিযুক্তর লাইভ ভিডিও থাকা সত্ত্বেও দ্রুত কেন ব্যবস্থা নিচ্ছে না রেল’?

আরও পড়ুন:শহরের দুই নামি চিকিৎসক কুণাল-ফুয়াদকে নিয়ে বিতর্কে সরগরম নেটদুনিয়া

শুক্রবার রাতে কী ঘটেছিল?

আক্রান্ত তরুণী জানান, শুক্রবার ব্যক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে ডাউন শিয়ালদহ লোকাল ধরে ফিরছিলেন। মহিলা কামরায় ওঠেন তিনি। ক্লান্ত থাকার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর অভিযোগ, হঠাৎ একটি অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কেউ তাঁর শরীরে হাত দিচ্ছে। তাকিয়ে দেখেন ফাঁকা মহিলা কামরায় একজন ব্যক্তি তাঁর গায়ে হাত দিচ্ছে। সেই মুহূর্তেই সাহস দেখিয়ে ফেসবুক লাইভ করতে শুরু করেন অরুণী। লাইভে দেখা যায়, ফাঁকা ট্রেন মধ্যে থাকা ওই ব্যক্তি তরুণীকে এসে লাইভ করতে বারণ করেছেন। তরুণী লাইভ চালিয়ে যেতে থাকলে অভিযুক্ত ওই যুবক তরুণীকে মারধর শুরু করেন।লাইভে তরুণীটি স্পষ্টভাবে অভিযুক্তর সুস্পষ্ট ছবি তুলে বলেন ,এই লোকটি আমার গায়ে হাত দিচ্ছে।  এই ঘটনায় রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আক্রান্ত তরুণী জানান, ট্রেনটি শিয়ালদহে পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি নেমে যান। এরপর শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপি-র কাছে আসে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version