Friday, December 19, 2025

দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ খাতে বরাদ্দ তিনগুণ বাড়াল রাজ্য সরকার

Date:

Share post:

দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের(Students) শিক্ষাক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য স্কলারশিপের(scholarship) বরাদ্দ তিনগুণ বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২১-২২ সালের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা মান ছিলো শেষ পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর। তখন এই বৃত্তি খাতে সরকারের বরাদ্দ ছিল ৩৯৫ কোটি টাকা। এবার অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(MamataBanerjee) নির্দেশে যোগ্যতামান কমিয়ে ৬০ শতাংশে নামিয়ে আনা হয়। যার ফলে আবেদনকারীর সংখ্যা বেড়ে গিয়েছে অনেকখানি। একইভাবে এই খাতে বরাদ্দ অর্থের পরিমাণ আগের চেয়ে তিনগুণ বাড়ানো হলো সরকারের তরফে।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই স্কলারশিপের জন্য ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। ১ লক্ষ ৮০ হাজারের বেশি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। দু’লক্ষের বেশি আবেদন রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনের অপেক্ষায়। উচ্চশিক্ষার সবুজ সঙ্কেতের অপেক্ষায় আছে ১ লক্ষ ১০ হাজারের বেশি। আবেদন করার সময়সীমা এখনও শেষ হয়নি। ফলে আরও বহু পড়ুয়া এর সুবিধা নিতে এগিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে। আবেদনকারীর নিরিখে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর উপরের দিকে। তবে আবেদন মঞ্জুর এবং অ্যাকাউন্টে টাকা আসা শুরুর নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন:“ক্রীড়াগুরু” সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় আর্থিক সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য এই স্কলাশিপ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য। এক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ বা তার কম। তবে অন্য কোনও স্কলারশিপের টাকা পেয়ে থাকলে এই প্রকল্পে আর আবেদন করা যায় না। এক্ষেত্রে প্রতি মাসে ন্যূনতম এক থেকে পাচ হাজার পর্যন্ত অর্থ সাহায্য করে সরকার। গত বছরেই স্কলারশিপ সংক্রান্ত পোর্টালের উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...