Goa Election: গোয়ায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) দ্বিতীয় প্রার্থী তলিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার ৭ আসনের জন্য তালিকা ঘোষণা করল দল। এর আগে ১১ আসনের জন্য তালিকা প্রকাশ করা হয়েছিল। আজকের পর সব মিলিয়ে ১৮ আসনের তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই জোট শরিক মহারাষ্ট্র গোমন্তক পার্টিকে ১০ টি আসন ছেড়েছে তৃণমূল কংগ্রেস। এখনো ১২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রইল।

কৌশলগত কারণেই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস। গোয়া বিধানসভায় জয়কে পাখির চোখ করেই এগোচ্ছে দল। ফলে প্রতিটি ইঞ্চিতে বিজেপির বিরুদ্ধে লড়াইের জন্য সবরকম ভাবে প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস।