Venkaiah Naidu: করোনা আক্রান্ত দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, রয়েছেন আইসোলেশনে

ভিভিআইপি থেকে সাধারণ মানুষ করোনার তৃতীয় ঢেউ(Third wave) থেকে রেহাই পাচ্ছেন না কেউই। এবার করোনা আক্রান্ত হলেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু(venkaiah Naidu)। রবিবার টুইট করে নিজের করোনা সংক্রামিত হওয়ার তথ্য প্রকাশ্যে এনেছেন উপরাষ্ট্রপতি নিজেই। দেশের উপরাষ্ট্রপতি(vice president) করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দেশ।

বর্তমানে হায়দ্রাবাদে রয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। শরীরে করোনা সংক্রমণে লক্ষণ দেখা দেওয়ায় রবিবার হায়দ্রাবাদে করোনা টেস্ট করেন তিনি। রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস আক্রান্ত হয়ে বর্তমানে এক সপ্তাহের জন্য সেল্ফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি। পাশাপাশি বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে থাকার এবং করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু।