কেন্দ্র তুলে দিলেও বাংলায় হবে নেতাজির প্ল্যানিং কমিশন: ঘোষণা মমতার

নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhas Chandra Bose) গঠন করা প্ল্যানিং কমিশন(planning commission) তুলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার(Modi government)। তার পরিবর্তে গঠিত হয়েছে নীতি আয়োগ। রবিবার নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ বলে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন, কেন্দ্র তুলে দিলেও রাজ্য সরকার বাংলায় গড়বে প্ল্যানিং কমিশন।

এদিন নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। সেই প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। নেতাজির সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য। আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। দিল্লিতে তাঁর জায়গা নাইবা হলো। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা চিরদিন সারা ভারতকে পথ দেখিয়েছে। নেতাজিতো শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।”

শুধু তাই নয় এদিনের অনুষ্ঠান থেকে নাম না করে মোদি সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছেন, তাঁদের বলব দয়া করে নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ পড়ে দেখুন। ভাগাভাগি করে, দেশভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না।” কড়া সুরে তিনি আরও বলেন, “একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, নেতাজির মূর্তি বসিয়ে সুভাষকে শ্রদ্ধা জানানো যায় না। কেন এত দিন নেতাজির মূর্তি তৈরি হল না। ওখানে মূর্তি বসিয়েছেন আমাদের চাপেই।” প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাতিলের প্রসঙ্গেও মোদি সরকারকে তোপ দাগতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে স্বাধীনতা আন্দোলনে বাংলার এত অবদান আজ তাকেই অবজ্ঞা করা হচ্ছে। তবে স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানের ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারো নেই। আপনারা কেন বাংলার পাতানো নেতাজির ট্যাবলো বাতিল করেছেন জানি না, তবে ২৬ জানুয়ারি নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে।”

আরও পড়ুন:নেতাজি-জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ডাক: দিল্লি চলো দেশ গড়ো

এখানেই না থেমে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও জানান, “নেতাজিকে প্রকৃত সম্মান জানাতে হলে তাঁর অন্তর্ধান রহস্যের সমাধান করুন। তদন্ত কমিশনের ফাইল সামনে আনুন। রাজ্য সরকারের কাছে যে সমস্ত ফাইল ছিল তা ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে। তার ডিজিটালাইজেশনে করে কলকাতা পুলিশের আর্কাইভে রাখা হয়েছে যে কেউ চাইলেই সেটা দেখতে পারেন। অথচ এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করবে কিন্তু আজ পর্যন্ত তা করেনি।” পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এনসিসি-র আদলে স্কুলে কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে। তিনি বলেন, ইচ্ছে ছিল নেতাজির জন্মদিবসে পদযাত্রা করার, কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাতিল করতে হয়।

Previous articleনেতাজি-জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর ডাক: দিল্লি চলো দেশ গড়ো
Next articleত্রিপুরায় মহাসমারোহে নেতাজি জন্মজয়ন্তী পালন করল তৃণমূল