Saturday, August 23, 2025

“একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না,” যোগীকে কটাক্ষ অভিমুক্তেশ্বরানন্দের

Date:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রকাশ্যে কটাক্ষ করলেন, শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর প্রতিনিধি স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাঘ মেলায় তিনি জানান, “একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না।” বরং তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি যখন সাংবিধানিক পদে বসেন, তখন তাকে ধর্মনিরপেক্ষতার শপথ নিতে হয়, এমন অবস্থায় সেই ব্যক্তি কীভাবে ধার্মিক থাকবেন?
অভিমুক্তেশ্বরানন্দর মতে, একজন ব্যক্তি একসাথে দুটি শপথ নিতে পারেন না। একজন সাধু একজন মহন্ত হতে পারেন কিন্তু তিনি একজন সাধু থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারেন না।তাঁর কথায়, খিলাফতের এই কাজটি মুসলমানদের মধ্যে করা হয়, যেখানে ধর্মীয় নেতারা রাজা হতে পারেন বা ক্ষমতার উচ্চআসনে বসতে পারেন।প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে গোরক্ষনাথ মঠের প্রাক্তন অধ্যক্ষ যোগী আদিত্যনাথের বিধানসভা ভোটে লড়ার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।
তাঁর কথায়, জনগণের উচিত সঠিক লোক এবং সঠিক দলকে বেছে নেওয়া, যাতে সরকার গঠনের পর তাদের অনুশোচনায় পড়তে না হয়। ধর্মের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ প্রসঙ্গে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, সব রাজনৈতিক দলই ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। কোনো দল এগিয়ে আবার কেউ পেছনে। এখন বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে, শুধু ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।
নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কথা বলার জন্য নিজেদের লোকদের ধর্মীয় স্থানে বসিয়ে দিচ্ছে। দেশে কিছু লোক আছে যারা ধর্মীয় গুরুদের অনুসরণ করে তাদের ভাষায় কথা বলতে চায়। প্রসঙ্গত, গোরক্ষনাথ মঠ এক শতাব্দীরও বেশি সময় ধরে রাজনৈতিক বিষয়ে জড়িত।মহন্ত দিগ্বিজয় নাথ ১৯২১ সালে প্রথম কংগ্রেসে যোগদান করেছিলেন ।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version