Monday, August 25, 2025

স্বস্তি দিয়ে টানা পাঁচদিন পর দেশের দৈনিক সংক্রমণ তিন লক্ষের নীচে নামল। একইসঙ্গে ২০ শতাংশের নীচে নেমেছে সংক্রমণের হার।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন দু’লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। সোমবারের তুলনায় যা ১৬.৩৯ শতাংশ কম। সংক্রমণের হারও টানা পাঁচ দিন ১৫ শতাংশের উপর ছিল। সোমবার তা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় এই হার নেমে হয়েছে ১৫.৫২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় কোভিডের কোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন, শতকরা হিসেবে যা ৯৩.১৫।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৯,১০৮, যার মধ্যে পজিটিভিটির রেট ১৫ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কর্নাটক। ওই রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৪২৬ জন। তার পরই রয়েছে তামিলনাড়ু (৩০,২১৫), মহারাষ্ট্র (২৮,২৮৬) এবং কেরল (২৬,৫১৪)। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থের সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই সময়ের মধ্যে দু’লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে কোভিড পরিস্থিতির মোকাবিলায় দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। ইতিমধ্যেই  ১৬২.৯২ কোটি দেশবাসী টিকা পেয়েছেন। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চালু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। বুস্টার ডোজ পাচ্ছেন প্রবীণ কো-মর্বিডিটি রোগীরাও।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version