Wednesday, August 27, 2025

সিএএ কার্যকর করতে এত দেরি হচ্ছে কেন ? – মোদি-শাহকে চিঠি মতুয়া সম্প্রদায়ের

Date:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে মতুয়া সম্প্রদায়। এই আইন কার্যকর করতে দেরি হচ্ছে কেন, তা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছে মতুয়া মহাসংঘের কমিটি। বিষয়টি নিয়ে ভুল বোঝানো হচ্ছে বলেও মনে করছেন মতুয়া প্রতিনিধিরা। সোমবার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মতুয়া মহাসংঘ অধিপতি তথা গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। এরপর ঠাকুরবাড়ি গিয়ে সুব্রতর সঙ্গে দেখা করেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।

আরও পড়ুন – ‘ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে নাও’ – সুকান্ত কে তোপ, রীতেশকে সমর্থন তথাগতর

সাংবাদিক বৈঠকে সুব্রত ঠাকুর বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের (Matua Community) মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তা দূর করা আমাদের কর্তব্য। মতুয়া মহাসংঘ বৈঠক করে এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাবে। জানতে চাওয়া হবে, আইন কার্যকর করতে সমস্যা কোথায় হচ্ছে’? গাইঘাটার বিধায়ক দাবি করেছেন, ‘একমাত্র বিজেপি সরকার উদ্বাস্তুদের নিয়ে চিন্তা করেছেন। কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু তারা কিছু করেনি। বিজেপি তো আইন পাস করেছে’৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে মতুয়াদের (Matua Community) নাগরিকত্বের আশ্বাস দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফিরে সংসদে সেই আইনও পাস করা হয়। এর পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মতুয়াদের মধ্যে অসন্তোষ ক্রমশই বাড়তে শুরু করেছে। বিধানসভা ভোটের সময় প্রচারে এসে দ্রুত আইন কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পর প্রায় ১ বছর কেটে গেলেও আইন কার্যকর হয়নি। এবার সেই আইন কার্যকর করার জন্য গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে চলেছে মতুয়ারা।

Related articles

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...

আইপিএল থেকেও অবসর নিলেন, বাইশ গজকে এখনই বিদায় জানাচ্ছেন না অশ্বিন

গত বছরের ডিসেম্বরে বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন টেস্ট(test) ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin )। একদিনের(ODI) ও...
Exit mobile version